‘শেরপুর সাহিত্য চক্র’র ৬২২তম
পাক্ষিক অধিবেশন আজ ২২ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩.০০ টায় সংগঠনটির
সভাপতি সুলতান মাহমুদ রনি'র সভাপতিত্বে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা
অনার্স কলেজে অনুষ্ঠিত হয়।
স্বরচিত লেখা পাঠ করেন- মো. আজিজুল হক, মো. আব্দুস সামাদ, মুজাহিদুল ইসলাম, মতিউর রহমান মিলন, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, মো. আবু সাঈদ ফকির, মো. মামুনুর রশিদ, সুশীল চন্দ্র পাল, জীবন সাহা, মীর এনামুল হক, বি. এম. হাফিজুর রহমান, মোছা. নাছিমা আকতার জাহান আলো, মো. আব্দুল বারী, সুব্রত কুমার সেন, সুমন মোহন্ত, দেলোয়ার সুরাকাভ, মো. আল আমিন সরকার, উম্মে আফিয়া আনজুম তালুকদার, রাকিবুল হাসান ও বর্ষণ বসাক।
ইফতেখার আলম ফরহাদ এর কবিতা আবৃত্তি ও চন্দন কুমার ঘোষ এর রম্য কবিতা অধিবেশনে ভিন্ন মাত্রা যোগ করে।
উপস্থিত ছিলেন- মো. গোলাম
রসুল, জয়নব খাতুন ও রনজিৎ কুমার।
সমালোচনার দায়িত্ব পালন করেন,
অমরকৃষ্ণ পাল নাণ্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
0 Comments