দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব পালন ও সাহিত্য পুরস্কার প্রদান

দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব পালন


শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামের সবুজ প্রান্তরে বীর মুক্তিযোদ্ধা, কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার এর সভাপতিত্বে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ছোটকাগজ সম্পাদক অনিকেত শামীম।

বামিহাল সাহিত্য উৎসবের প্রধান অতিথি  প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। বামিহাল সাহিত্য উৎসব এর উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন, কবি ও দ্যুতি সম্পাদক জয়ন্ত দেব, আরশি সম্পাদক মাহফুল আক্তার জাহান, কবি ও শিক্ষাবিদ মীর আব্দুর রাজ্জাক, শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি, বিশালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আহম্মদ , কবি সর্দার ফাতেমা আক্তার ময়না প্রমুখ। উৎসবের উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করেন বিশালপুর ইউপি প্যানেল চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম।

সঞ্চালনায় ছিলেন কবি ও সাংবাদিক এইচ আলিম এবং কবি সাকিল মাহমুদ।


দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন, সাকিল মাহমুদ, যাহিদ সুবহান, এথেন্স পাটোয়ারী, অনিশ রুহান, এইচ আলিম, মাজেদুল হক, অনিক রায়, ফাতেমা ইয়াসমিন, অনন্য রাসেল, জীবন সাহা, বিশ্বজিৎ চৌধুরী রিবণ, রওশন রোজী, পাপিয়া সুলতানা, ফারজানা করিম, সোহাগ সাদেক, সাহেব মাহমুদ, মীর এনামুল, ফকির আমিনুল ইসলাম, পবিত্র মহন্ত, স্বপন রেজা প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ পর্বের সঞ্চালনা করেন কবি, সাংবাদিক ও ছোটকাগজ সম্পাদক হাদিউল হৃদয়।

বামিহাল সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জনকে বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।

এ বছর কবিতায় খলিল মজিদ, ছোটকাগজ সম্পাদনায় ‘দূরের সাইকেল’ সম্পাদক হোসেন দেলওয়ার, শিশুসাহিত্যে শেলী সেনগুপ্তা, প্রবন্ধ-সাহিত্যে মিজান রহমান, কথাসাহিত্যে মনি হায়দারকে বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪ এবং কবিতায় রকিব লিখন, কথাসাহিত্যে সাগরিকা নাসরিনকে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কার ২০২৪ দেওয়া হয়। এ সাত জনের হাতে উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের সভাপ্রধান বীর মুক্তিযোদ্ধা কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ শোয়েব শাহরিয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের লিটলম্যাগ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি ও ছোটকাগজ সম্পাদক অনিকেত শামীম।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি-প্রাবন্ধিক শিবলী মোকতাদির, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বামিহাল সম্পাদক কবি রনি বর্মন। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় মোনালিসা মানসী।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালনা করেন বামিহাল সাহিত্য উৎসবের সমন্বয়ক কবি ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু।


Post a Comment

0 Comments