শেরপুর সাহিত্য চক্রের ৬২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

The 620th fortnightly session of Sherpur Sahitya Chakra was held


‘শেরপুর সাহিত্য চক্র’-এর ৬২০তম পাক্ষিক অধিবেশন আজ ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ শুক্রবার বিকাল ৩.৩০ টায় সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনির সভাপতিত্বে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন- প্রফেসর খৈয়াম কাদের, অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী, মো. আব্দুল জুব্বার, সুশীল চন্দ্র পাল, আব্দুস সামাদ, জীবন সাহা, সাহেব মাহমুদ, মীর এনামুল হক, ফকির মো. আমিনুল ইসলাম, বি. এম. হাফিজুর রহমান, শামীম আরা, মোছা. নাছিমা আকতার জাহান আলো, মো. আব্দুল বারী, সুমন মোহন্ত, মো. আল আমিন সরকার, প্রতাপ সরকার, মাত্রা ঠাকুর, উম্মে আফিয়া আনজুম তালুকদার, মোছা. ফারজানা আকতার, রাকিবুল হাসান ও আওলাদ হাসান।

উপস্থিত ছিলেন- অমরকৃষ্ণ পাল নাণ্টু, মু. সাইফুল ইসলাম, সাকিল মাহমুদ, নীলমাধব পাল, গোলাম মোস্তফা ও রনজিৎ কুমার।

পঠিত লেখার সমালোচনা করেন, প্রফেসর ডা. আমিরুল হোসেন চৌধুরী ও মো. আব্দুল জুব্বার। 

পাক্ষিক অধিকেশসটিতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।


The 620th fortnightly session of Sherpur Sahitya Chakra was held2


Post a Comment

0 Comments