রুদ্র সাহাদাৎ এর কবিতা

Poetry of Rudra Shahadat



ক্লান্ত পথিক 


ঘুরতে ঘুরতে ক্লান্ত পথিক -

পাহাড় ঝর্ণা সমুদ্র দেখে -হারিয়ে যাই অজান্তে অন্যভুবন

আদালতপাড়ায় নিঃস্ব মানুষ, বারেবারে জিতে যাওয়ার স্বপ্ন খোঁজে

                                  হারিয়ে অর্থবিত্ত জীবন খোঁজে ।

রঙিন মানুষ - ভূমন্ডলজুড়ে ঘুরে ডান-বাম উত্তর-দক্ষিণ 

কে কখন কোনদিক হারায় কেউই জানে না....




 আজও


আমার কোনো প্রেম নেই, কোনো প্রেমিকাও নেই 

তাতে কি! প্রেম দেখলেই আমি প্রেমিক 

প্রেমিকা দেখলেই আমি প্রেমিকপুরুষ 

অথচ আজও আমার কোনো প্রেমিকাই নেই..




আদমশরীর 


আদমশরীর বিছানায় পড়ে গেলে ভুলে যাই অতীত বর্তমান সমগ্রভূমন্ডল

অলৌকিক অদৃশ্যে-হাঁটে চোখ ভূমন্ডলজুড়ে..

মুখজুড়ে দোয়া ইউনুস, কলেমা, সুরা ফাতেহা থেকে শুরু

 বিরতিহীন পাঠ কখনো সুরে কখনো বেসুরে 

আদমশরীর বিছানায় পড়ে গেলে খোদার সাথে কথোপকথন হয় অন্ধচোখে. ..




এলোমেলো ভাবনা পৃষ্ঠাজুড়ে


অগোছালো জীবন, কোনো বাঁধা মানে না কোনো কথা শুনে না

দিকহারা পথিক,ছুটে চলেছি অন্তহীন পথ।

মানুষ বারেবারে হারিয়ে খুঁজে যতদিন দেখে ভূমন্ডলের আলোছায়া। 

জিততে জিততে হেরে যাওয়া মানুষ কিছুই খুঁজি না আর-

এলোমেলো ভাবনা পৃষ্ঠাজুড়ে -কবিমন হাঁটে গোরকঘাটা 

                                  সূচীহীন যৌবন সূচীপত্র খুঁজি না....





বাউণ্ডুলে জীবন 


মানুষ খুজঁতে খুঁজতে মনুষ্যত্ববোধ হারিয়েছি

জ্ঞান 

বিদ্যা 

বুদ্ধি 

অজান্তেই হারিয়েছি কবে বাউন্ডুলে জীবন 


বাঁকখালীজলে কাঁদে কবিমুখ

রুদ্র সাহাদাৎ 

হারিয়ে খুঁজি নদ নদী খালবিল হাওর 

যেমন হারিয়ে যাওয়া প্রিয় শৈশব 

হারাচ্ছি দিন দিন বন প্রকৃতি সবুজ 

হারাচ্ছি নিকটবর্তী প্রিয় স্বজন 

প্রাক্তন প্রেমিকার মতন হারিয়ে যাচ্ছে ঠিকানা 

অচেনা নগরায়ণ, আমার স্বদেশ

কাঁদে নাজিরাটেক কাঁদে মৈনাকনগর,কাঁদে সোনাদিয়া চর 

কাঁদে বাবা মা কাঁদে ভাইবোন

আকস্মিক বাঁকখালীজলে কাঁদে কবিমুখ 

কেনো তা বারেবার জানতে চায় - খুরুস্কুল...





মুখোশের সাথে আড্ডা 


বিজ্ঞাপনে আটকে যায় মুখ বারংবার 

ঘোলাটে দৃশ্য সব চৌদিক অন্ধকার 

মুখ ও মুখোশের সার্কাস দৃশ্যমান। 

কে কখন কি বলছে বুঝা দায় 

আমিও কখন কি করছি বুঝি না সঠিক 

ঘোরের ভিতর ঘুরছি, নৈঃশব্দ্যের প্রস্থান

ঘুমের ভিতর দুঃস্বপ্ন উঁকি দেয় 

মানুষ খুঁজতে গিয়ে কেনো যে- মুখোশের সাথে আড্ডা হয়

                                             বুঝি না...





শিরদাঁড়াহীন 


শিরদাঁড়াহীন মানুষ গণতন্ত্র খুঁজি বিরুদ্ধী শিবির

নেতার ইঙ্গিত ভূকম্পন -বিধস্ত হৃদয়নগর 

মানবাধিকার জানতে গিয়ে ফেরেনি অনেকে এই পথে

স্বপ্নরা গুম হয় প্রত্যুষে ফেরারি বহুদিন প্রেমিকমন.. 















রুদ্র সাহাদাৎ 

কক্সবাজার ,চট্টগ্রাম



Post a Comment

0 Comments