অর্ধেন্দু শর্মা'র ‘সঙ্গম ঘাট’ ও অন্যান্য কবিতা

'Sangam Ghat' and other poems by Ardhendu Sharma


রাত ঘুম
 
রাত হলেই অসমাপিকা ক্রিয়ারা হাতড়ে বাড়ায়
 
সৌন্দর্যের ঘাটে শরীর চুপচাপ সাঁতার কেটে ওঠতে চায়
 
কিন্তু বেহিসেবি পুরুষ নোঙর করে ফেরারি ঘুমে
 
আবার কেউ কেউ অন্ধ ধৃতরাষ্ট্রের মতো
                 দুর্যোধনের শতায়ু কামনায় বসে
 
দিনদুপুর গলা উচিয়ে বলে-
রাত ঘুমের কোনো লিঙ্গ নেই




দরাজদরজা
 
সবুজ-হলুদ কিংবা রক্তাক্ত কাম কেবল উড়ছে
 
নিয়তির বিছানায়
রতিস্নান সেরে নিচ্ছে মন
 
মুখোমুখি বসে খুসগল্প করছে
ঘরের আসবাবপত্র
 
একটা সময় দরজার ফোকর দিয়ে
বেরিয়ে গেল অযাচিত সুখ
 



ছায়াছাতা
 
যুগল মনে হেঁটে যাচ্ছ
কখনো রমণীয় বৃষ্টিতে
       কখনো রোমান্টিক রোদে
 
অথচ
আষ্টেপৃষ্ঠে তোমাকে বন্দি করে রেখেছে
বহু রঙের ছায়াছাতা
 



সঙ্গম ঘাট
 
সকাল-দুপুর কিংবা রাতে রমণীয় শরীরে
কেবল কামের হাট বসাই
মনে মনে খরিদ করি রসময় শরীর
 
যে হাটে একদিন পাকা খরিদ্দার ছিল
আমার অগ্রজ পুরুষরা
তাঁরা আজ অশরীরে আমার ভেতর ঘুরে
 
আমি কি শুধুই কামরতিতে তৃষ্ণা মিটাই
                              তা কিন্তু নয়
তাঁর অপ্রাকৃত প্রেমরসও কখনো কখনো পান করি
 
আমার সঙ্গম খাট
জীবনের পদাবলি পাঠ শেখায়
এই খাটের উৎপাদিত ফসলে স্বপ্ন ফলাই
 



জুতানিবাস
 
সহস্রাধিক আলপথ হেঁটে হেঁটে
                      তিনি ক্লান্ত
ছুঁয়েছেন শিশির বিন্দু
 
রাজপথ ধরতেই পা- পোশাকে
ছড়িয়ে পড়েছে ক্ষতবিক্ষত দহন সিন্ধু
 
অবশেষে
এলোকেশি অন্ধকারকে আদর করে
জুতানিবাসে তুলে রাখলেন সোনালি ডানার গাঙচিল
 

অর্ধেন্দু শর্মা
সহ-সভাপতি
সাহিত্য একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া।

 

Post a Comment

0 Comments