আসিফ আলতাফ এর একগুচ্ছ কবিতা

A collection of poems by Asif Altaf



কোটপিন

শব্দগুলো ঝরে পড়েছে পরিপক্ক হবার আগেই,
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যর সাথে সাথে
জ্যামিতিক হারে বাড়ছে  তার মূল্য;

একটা শব্দ কিনেছি বহু কায়ক্লেশে
গেঁথে নিয়েছি তাকে বুকের বাঁ-পাশে—
কোট পিন

আমাকে এখন প্রেমিক না বলুক
অন্তত পাথর বলবে না কেউ!




ছুরি

ছুরির ধারেও থাকে শিল্পের পাঠ
হত্যা ও নির্মাণ-সূত্র 
ভালোবাসা পেলে ছুরিও স্রষ্টা হয়ে ওঠে 
হয়ে ওঠে এক অমর শিল্পী 
লিওনার্দো দা ভিঞ্চি
কিংবা এস এম সুলতান।




প্রত্ন-কয়েন 

প্রত্ন-কয়েনের মতো কিছু দু:খ
যেতে যেতে হাতে দিয়ে বলেছিলো সময়-
যত্ন করে রেখো 
দেখো, একদিন এগুলো স্বর্ণমুদ্রায় রূপান্তিরিত হবে 

দু:খেরমুদ্রগুলো প্রতিদিন নেড়েচেড়ে দেখি
স্বর্ণমুদ্রায় রূপান্তিরিত সে হয় না যে আর 

যে দিন তুমি এলে 
ধরলে এ হাত 
খুলে দিলে জীবনের রুদ্ধ জলপ্রপাত 

মাটির ঘড়া খুলে দেথি 
আমার দু:খগুলো সব 
রূপান্তরিত হয়ে গেছে স্বর্ণমুদ্রায়।





স্কুটি 

জন্মের পরে
তখনও কথা বলতে শিখিনি
বাবা তার স্কুটিটি আমার সামনে এনে বলে ছিলেন —এটি তোর।

আমি বাবার কথা কিছুই বুঝিনি
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলাম — মা বললেন সেদিন;

আমার শহর এক তাড়া খাওয়া লড়াইয়ের মোষ
যে ভেঙেচুরে সব কিছু কেবলই সামনে এগোয়;

পুরোনো সেই  যানটি  আর নেই 
এখন,
বাবার স্কুটির আমি এক নিউ ভার্সন 







আসিফ আলতাফ
অধ্যক্ষ
আলহাজ্ব সারোয়ার খান কলেজ
সেনহাটী, দিঘলিয়া, খুলনা -৯২২২



Post a Comment

0 Comments