বাল্মীকির বক পাখি
আমি বাল্মীকির বক পাখি
বুকের রক্ত দিয়ে লিখি জীবনের শ্লোক;
সময়ের পলিতে কষ্ট ঢেকে রাখি
জীবন যতই মরুভূমি হোক।
বিষ পান করি, আর অমৃত সবার জন্য রাখি
শিবের মতো আমি নীলকন্ঠ হয়ে বেঁচে থাকি।
বাড়ি
একখণ্ড মৃত্যু এসে প্রতিদিন
ঠোকর দিচ্ছে আমার অনামিকায়,
আমি একটি বাড়ি বানাচ্ছি
সেখানে কে থাকবে
এখনও ঠিক হয় নি;
দুপুরের আকাশে কেউ নেই
একটা শকুন
আমি
আর
এক খণ্ড মেঘ,
চলছে সূর্যস্নান;
আমি আমার বাড়িটিকে
একজন ভিস্তিওয়ালাকে ইউল করে দেবো।
জলপঙ্খী
জল যৌবনবতী হলে
ঢেউয়ের পাখনায় নদী জলপঙ্খী হয়ে ওঠে;
ভরা বর্ষায় জল তরঙ্গায়িত হলে
নদীও নাইওর য়ায়;
সময় সোহাগী হলে আকাশ উড়াল দেয়
মেঘের ডানায়;
অন্ধকার গাঢ় হয়ে গেলে আলোর আদর পায়,
তোমরা যাকে দিন বলে ডাকো;
এই সব অনিবার্য সূত্রাবলী
হাতের রেখায় মতো ছড়িয়ে রয়েছে তোমার দু হাতে;
তবুও কখনো এদের কাছ থেকে নাওনি
জীবনের পাঠ!
জলপঙ্খী
জলে বাস করো তুমি
জানো না জলের ইতিহাস;
অথচ তুমি নাকি স্বপ্ন দেখ প্রেমিকা হবার।
*
আসিফ আলতাফ
অধ্যক্ষ
আলহাজ্ব সারোয়ার খান কলেজ
সেনহাটী, দিঘলিয়া, খুলনা -৯২২২
0 Comments