বকুল আহমেদ এর কবিতা

Poetry of Bakul Ahmed





উপাসনালয় 

হেলে যেতে যেতে অস্থির বিকেল
ফিরতি পাখির চোখ- আগত চাঁদের ছবি আঁকে উৎসবের ক্যানভাসে। 

পালাতে চাওয়া ডাহুকের একপথে প্রেম
কাছে আসার গল্প- দাপিয়ে বেড়ায় সন্ধ্যাকাশে।

বেসামাল হয়ে পড়ে যে প্রেমিক- স্মরণ মানুষের পানশালায়; 
আতঙ্কিত তুমি বাহারি সময়ের পলায়নে আবিষ্কার করো তাকে- 
জীবনের পথ হারিয়ে গেছে বিপুল অন্ধকারে!

তোমার মন্দিরে ধ্যান করে যে প্রেমিক
হৃদয় খুলে দেখছ কি তার মুখখানি- তর্জমায়?

হে উপাসনালয়! ভান করো না
ভালোবাসায় কোনো বিরামচিহ্ন থাকতে নেই।





ফসলি মাঠ


স্নিগ্ধ শিশিরে গর্বিত ডগা হয়ে উঠতে পারে শরীর
ছুঁতে পারে প্রেমিক তার শিশির হৃদয়।

আঙুলের উৎসবে শুরু হয় চুলেদের বসন্ত
মিহি সমীরণে ভাতের ক্ষুধা মিটে দৃষ্টির ফসলে 
এমনও সিঁথি'র আলপথে আয়েশী চোখ দেখে- 
তোমার নাকে ফুটে আছে প্রিয় ধানফুলের ছায়াছবি।




শুকরিয়া

ওদের নেই দেইখ্যা নিজেরে সান্ত্বনা দিই

ওদের আছে দেইখ্যা নিজেরে সান্ত্বনা দিই
আমি তো হতে পারতাম- পথে বসা অসহায় ভাঙাচোরা লোক
এইভেবে শুকরিয়া করি রোজ।




@
বকুল আহমেদ
চুয়াডাঙ্গা, বাংলাদেশ

Post a Comment

0 Comments