রিজভী হাসনাত এর কবিতা

Poetry by Rizvi Hasnat



অস্থিরতা


হঠাৎ মেঘ করে এল।সেকি! গুড়ুম,গুড়ুম।ক ফোটা বৃষ্টি ঝরে পড়ল।শুকনো কংক্রিটের মাটিতে।আমার খোলা জানালা।পাখিরা কিচকিচ করে।আযানের ধ্বনি মন ভরে যায়।অলস দুপুর,কত কথা মনে পড়ে।মাথায় ভীষণ চাপ,কোন কিছু ভাল্লাগে না





চৈত্র

চৈত্র দুপুর
পিচঢালা পথ
মানুষের আনাগোনা
কোকিলের কুহু ডাক
রোদ মাটির মিলন
ঝলমলে রোদ রশ্মি ভেদ করে জামের ডাল
ওদিকে খোলা মাঠ
তানুকি বুড়িরা খেলা করে
বাঁশ পাতা ঝড়ে পড়ে,
ঝড়ে পরে আমের মুকুল
নিচ দিয়ে বয়ে গেছে তটিনী, একে  বেঁকে  ভেঙেছে কুল
পুনরায় কুহু ডাক
দেহ মন হোচট খায়, খায় ঘুরপাক




মিস!

সকাল থেকে বেরিয়ে পড়েছি
অলিতে গলিতে মোড়ে মোড়ে
লিফলেট বিতরন করছি
বড় বড় বিলবোর্ডে বিজ্ঞপ্তি টাঙিয়েছি 
দেয়ালে দেয়ালে পোস্টারে পোষ্টারে 
ভরিয়ে দিয়েছি
আপনার নিখোঁজ বিজ্ঞপ্তি 
মানুষের হাতে পায়ে ধরছি
দ্বারে দ্বারে যাচ্ছি 
আপনার তালাশ করতে করতে রীতিমত হয়রান
বৃষ্টিতে ভিজে,রোদে শুকিয়ে খেয়ে না খেয়ে ক্ষয়িষ্ণু এ প্রাণ
দিকে দিকে গণজোয়ার
সবাই কথা দিয়েছে
আপনাকে দেখতে পেলেই, মুঠোফোনে চট করে ফোন দেবে,এত প্রচারনার ভিড়ে আপনি নিজেকে লুকোবেন কিভাবে?
জানতে ইচ্ছে করে....






রিজভী হাসনাত
সম্পাদক, আলোকছটা( নান্দনিক কবিতাপত্র) 

Post a Comment

0 Comments