রাজেশ চন্দ্র দেবনাথ এর কবিতা

Poems by Rajesh Chandra Debnath


 ছায়া


কিছু কিছু তরুণ ছায়া

আর কিছু কৌতুহল 


গানে গানে ভোরের দেবতা

জেগে উঠে কুয়াশাচ্ছন্ন

পাতার শিরায়


গলির মোড়ে তখনো 

ভীড় আর গুনগুন


ঠান্ডা হাওয়ায় 

গানিতিক কৌশল ভুলে

ছুড়ে দেই

বোধহীন একাকিত্ব...




পাথর 


বিষাক্ত রসে জ্যোৎস্নার প্রতিধ্বনি 

শীতকাতুরে লালায় মঞ্চস্থ পাথর 


প্রতিরাতের অলৌকিক কালরেখা

বৃক্ষের দরজায় লুকিয়ে আছে

নেশাকাতর বাল্যচোখ...




সৃষ্টি 


বালুচরে সাদা-কালো সুরঙ্গ 

আরও গভীরে ভাবনার প্রতিক্রিয়া 


আঁকাবাঁকা ধ্যানযোগ সরল স্রোতে

ছিটিয়ে দেয় আত্মার চাওয়া-পাওয়া 


সৃষ্টির আকৃতি বদলাতে বদলাতে

ঈশ্বর ঘুম শেষে ত্রিনয়নী তৃষ্ণায় 

গলির মোড়ে ঢেলে দেয় 

হাসি কান্নার সমার্থক ব্যাকরণ

Post a Comment

0 Comments