নবীন এর কবিতা

Navin's poetry



সম্পর্ক


সময়কে মুখস্ত করতে গিয়ে ভুলে যাওয়া সম্পর্কের ধারাপাত জায়গা পায় পাঁচ পয়সা খুচরাতে।

আকাশ ছোঁয়ার প্রচন্ড প্রত্যাশায় ছুটে চলা জীব ভুলতে থাকে জীবন।

প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে তরতর করে বড় হতে থাকে ফ্লাটগুলো।

পরিবেশে  স্ট্যাটাস নিয়ে দাঁড়িয়ে থাকা ফ্লাটগুলোর বোধ ফিরে এলে কখোনো...

প্রচন্ড বৃষ্টি হয়।

ধুয়ে যায় সমস্ত রং মনে পড়ে সেই ধারাপাত।

ভিষন প্রয়োজন পরে সেই খুচরোগুলো।






প্রয়োজন


যতটা অবিশ্বাস জমা হয়ে পৃথিবীতে 

তালা আবিষ্কার হলো।

তার সামান্যতম মূল্যবোধ আবিষ্কার হলে 

নকল চাবি কিংবা তালা খোলার পদ্ধতি আবিষ্কার হতোনা।

মাতৃস্নেহের দক্ষিণা হতোনা বৃদ্ধাশ্রম!

যে মিছিলের পরিকল্পনা পরিবার থেকে হয়না

তা থেকে শুধু পোশাকেরই পরিবর্তন ঘটে।

সুতরাং বদলে দেয়ার আগে বদলে যেতেই হয়।






ক্ষুধা


কিছুই হচ্ছে না,না লাটিম না সংসার। শুধু ফুরাচ্ছে ক্রেডিট ।

সমস্ত জীবন জুড়ে শুধুই গণিত।

ঘুম ভেবে শুধু রাত জমা হয় বাক্সে।

জলের শরীর ঢাকতে গেলে

দোল খায় অস্তিত্ব।

ক্রমশ: মনে পড়ে তোমাকেই

ভিষণ ভাবে বাড়ে চাহিদা।

তবুও শূণ্য প্লেট শুধু।






বেঁচে থাকার গল্প


তোমাকে ছোঁয়ার জন্য যেদিন ব্যক্তিগত ঘর এবং আমার দুরত্ব বাড়লো

রাতের সেই ছোট্ট ব্রীজ চেনা রাস্তা

পরিচিত হাসির মুখে জমলো বিরহ

সেদিন পর্যন্ত-ও জানতাম না

কমলাপুরের উলঙ্গ সংসার।

এখন রোজ ক্ষিদে বাড়ে তাই

দেখতে পাই সভ্যতার শরীর জুড়ে পোড়া গন্ধ।

সময় জুড়ে ঘুরে বেড়ায় অসহায়ত্বকে পুঁজি করে

সিঁড়ি বাড়ানোর একদল গল্প।

ক্যালকুলেটরে প্রতিনিয়ই ধরা পরে মেকআপ।

তারপর-ও তোমাকে পাবার অদম্য প্রত্যাশা

বাঁচিয়ে রাখে প্রতিদিন বানায় যোদ্ধা

বলে অশুভরা কখন-ই স্থায়ী নয়।






ফেরা


দুরত্ব মুখস্ত হতে না হতেই

বেজে উঠে কলিংবেল!!!!

এক ঝুড়ি শব্দে কেঁপে উঠে বুকের বাম।

শুরু হয় সংসার ভয়ানন্দে।

প্রয়োজন হয় স্বপ্নের,প্রয়োজন হয় বাস্তব

প্রয়োজন হয় টিকে থাকার।






সিলেবাস


যখন কুতকুত খেলা মুখস্ত হতো রাতভর

ব্যালকুনিগুলোও বাইরে ছিল সিলেবাসের-

জিবনের অর্থ ছিল তখন ছোট পাথর আর ইটের খোয়া।

হঠাৎ চৌকাঠে প্রবেশ করলো

"পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে"

জীবনের মানে পাল্টে গেল হলো গাড়ি।

চাপা পড়তে থাকলো যুবতী নদী,সাধের কুতকুত, গোল্লাছুট।

সেই থেকে জীবন মুখস্ত করে চলছে সময়।

ব্যালকুনিগুলো আজ মুখস্ত ঠিকই।

শুধু গাড়িগুলোই দুরত্ব বুঝায় ছিটিয়ে ধুলো।

জীমনময় তাই ধুলো শুধু আজ।






মুখোশ 


মানুষগুলো কেবলই পোশাক হয়ে যায়। 

অথচ যতগুলো দামি পোশাক পৃথিবীতে 

ততোগুলো দামি মানুষ দেখিনা।

যতগুলো সুন্দর মুখোশ সমাজে 

ততোগুলো সুন্দর মানুষ দেখিনা।






নবীন এর আরো কবিতা পড়ুন

Post a Comment

0 Comments