নবীন এর কবিতা

 

Navin's poetry


প্রিয়জন

 

তোমার ভিতরে আমার সমস্ত  বিশ্বাস বপন করে

আমি ঘুমিয়ে যাবো নির্ভার।

তোমার হাত হয়ে যাবে আমার বালিশ,

তোমার পিঠ পেট পা সমস্ত অঙ্গ

আমার ওম আমার সম্ভ্রম রক্ষার চাদর। 

তোমার হৃদয়, চিন্তার উৎস তোমার সমস্ত অনুভূতি 

দখল করে নিবো এক নিমিষেই। 

ভালবাসতে ভালবাসতে দেউলিয়া করে দিবো তোমাকে।

তোমার পৃথিবীর সমস্তটা জুরে শুধু আমি নামের প্রতিধ্বনি রবে।

তোমার মধ্যেই আমার বসবাস প্রবাহিত হবে অনন্তকাল।

 

 

 

প্রয়োজন

 

লাটিমে পেঁচানো সময় গুলো

অসংখ্য ঘটনা শরীরে মেখে মেখে

বড় করে তোলে জীবনকে।

আর জীবনেরা লেনদেন বুঝে গেলে

কিছু ঘটনা স্মৃতির পিরামিডের

এত নিচে চলে যায় খালি চোখে

সেগুলোকে আর দেখাই যায়না।

সুতরাং প্রয়োজনই প্রিয়জন,

প্রিয়জন প্রয়োজন নয় প্রমানিত।

 

 

গরিব

 

নিত্য প্রয়োজনীয় সুখ যখন বৃষ্টি হয়ে 

হৃদয় জুড়ে  লবণাক্ত চর ফেলে তখন জ্বলজলে

চাঁদ কেবলই বিলাসিতার  বস্তু মনে হয়।

তখন হৃদপিণ্ডে চাহিদার পোস্ট মর্ডেন হতে হতে প্রেমিকা নয়  ভালবাসা প্রয়োজনের দখলে চলে যায়।

জীবনের জ্রেব্রাক্রসিং সিস্টেম আয়ত্তে আনতে আনতেই সূর্য জানিয়ে দেয় বেলা ফুরানোর কথা।

তারপর সমস্ত কথারা বাক্স বন্দী হতে হতে 

চোখ বুলায় ফেলে আসা পথে।

পথের খতিয়ান কখনো হাসায় 

কখনোবা কাঁদায় প্রচন্ড রকমের।

 

 

ক্ষয়িষ্ণু 

 

সবুজের হলুদ রোগ হলে অন্য  ফসলের  

জৈব সুখের সম্ভাবনা বেড়ে যায়।

অথচ ঘামে ভেজা উৎপাদিত চারাগাছ নিশ্চয়তা দিতে পাচ্ছেনা মানবিক সংসারের।

প্রত্যেকদিন নিত্য প্রয়োজনীয় স্বপ্ন মিসে যাচ্ছে অন্ধকারে।

আর পাঠশালায় শেখানো হচ্ছে জেব্রা ক্রসিং টেকনিক। 

ঘরের কোণে মন পুড়ছেনা  তাই

বাতাসে ছড়াচ্ছে শরীর পোড়ার গন্ধ। 

সুতরাং বসন্তেরা ফিরে এলেও সৃজনশীলতার

নতুন কুঁড়ি গজায় না ঘরে ঘরে।

তাইতো শীতের তীব্রতা দুর হয় কালবৈশাখী ভয়ে!

 

 

 

পরাজয়

 

ঘড়ির কাটায় পুরনো দিন

হৃদয় বুঝে জল

ব্যস্ত এ জীবন খানা 

হাসছে খেলছে করছে ছল।

ছল ছল ছল ভরা জলে

প্রেম, নৌকা হয়ে ভাসে

নৌকার মাঝি দুই কুলেতে

উদাস হয়ে হাসে।

মাঝিরা উদাস নৌকা তখন

ঢেউয়ের সাথে বেশ

মাতাল ঢেউয়ে নৌকা তার

বিলায় অবশেষ।

 

 

Post a Comment

0 Comments