দেবারতি দে’র কবিতা

 

Devarati De's poem


সংরাগ


যখন মৌমাছির মতো

আলো চলাচল করবে আয়নায়

বুঝে নিও

আমার মন বেয়ে তুমি 

ভেসে যাচ্ছ বহু দূর।




বেদ


কোলে বসে গলা জড়িয়ে  

সে যখন বলে, 

মা, তুমি আমার সমুদ্রের তীর 

তখন পৃথিবীর প্রদক্ষিণে ভাগ বসায়

নোনা আনন্দের ছায়া।




প্রক্রিয়া 


আমি কলা বিভাগের ছাত্রী 

জীববিজ্ঞানের গবেষণাগারে

কোনদিন প্রবেশ করিনি

তবুও জানি কিভাবে যন্ত্রণা ঘেঁটে

জ্ঞান অর্জন করে নিতে হয়।

Post a Comment

0 Comments