তিনটি কবিতা ।। অনন্ত পৃথ্বীরাজ

Three poems  Ananta Prithviraj



বসন্ত চলে যায়

খাঁ খাঁ মাটি থেকে বৃক্ষের দিকে তাকানো যাক
আমগাছগুলো পোয়াতি মাছের মতো উল্কি দেয়
ষোড়শী মেয়েটি ফ্রক ছেড়ে শাড়ি পরে, 
দিনকে দিন বেশ বড় হয়ে যাচ্ছে কুন্তল কেশ, খোপার বেণি।
বাতাবি লেবু গাছে গুটি ধরেছে; ফল বড় হয়
কোকিল ডাকি ডাকি করেও কাছে আসে না!




অবন্তিকার বিস্ফোরিত চোখ

নারী সব কথা মুখে বলে না, 
ওহে পুরুষ, বুঝে নাও আব্রু দেখে
"আপণা মাংসে হরিণা বৈরী।"
রক্ষক আর ভক্ষকের দোস্তি হলে
অবন্তিকারা স্বেচ্ছায় নির্বাসনে যায়।





নিজের বলার মতো গল্প

আমৃত্যু অন্যের গোলামী করার জন্যে জন্ম হয়নি
জীবনের জন্য চাকরি করো; চাকরির জন্য যেন 
জীবনটা উচ্ছিন্নে না যায়। মাসকারি কয়টা নোট জীবনের সব কিছু নয়
প্রত্যেকেরই নিজের জীবনের গল্প থাকা দরকার!


Post a Comment

0 Comments