পৃথিবী চলে মুদ্রার সময়ে
মুদ্রার ঘড়ি সময় দেখে না। আর ঈশ্বরের ঘড়ি খেলা করে সময়ের হাত-পা নিয়ে। ঘুমিয়ে থাকা ঈশ্বর জেগে ওঠে মুদ্রার নাচ দেখে। পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে তার ডানা ভেঙ্গেছে মুদ্রার কাছে। আর মুদ্রা কিনেছে ঈশ্বরের মঙ্গল। ঈশ্বরের ছায়ার করুণ আর্তনাদ, আমার কাছে জমা আছে পরকালের করুণা। আর মুদ্রা মুচকি হেসে বলে, ‘আমার কাছে আছে পৃথিবীতে বেঁচে থাকার করুণা।’
বাতাসে বৈপরিত্বের ডাক
এক ফোঁটা রক্তের স্বাদ দিয়ে তুমি সুখ অনুভব কর সমস্ত পৃথিবীর। আর খণ্ড খণ্ড কুয়াশার মিছিল পূরণ করে আমার জীবনের আকাঙ্ক্ষা। আত্মার নগ্নতা নিয়ে খেলা করে ক্ষুধার্ত জীবন। আত্মার নগ্নতাও রক্তের স্বাদ দেখা যায় সূর্যের আলোতে। তুমি সুখ ভোগ কর আত্মার নগ্নতা ও রক্তের স্বাদ নিয়ে। আর আমিতো তোমার দেওয়া বিষ দিয়ে জীবন ক্ষুধার সুখ অনুভব করি।
0 Comments