কানামাছি ডট কম আয়োজিত রিভিউ প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ



২৬ ডিসেম্বর, ২০২১ কানামাছি ডট কম আয়োজিত কথাসাহিত্যিক নিশাত ইসলামের বইয়ের রিভিউ প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ ও কথাসাহিত্যিক নিশাত ইসলামের জন্মদিন পালিত হয়। বিজয়ীরা হলেন- আরশাদ আন আলিব, কবি আলী মোহাম্মদ, সানজিদা আক্তার, স্বপ্না রাজবংশী, শাহরিয়ার ইমন আলভী, মোহাইমেন অর্ক, নুসরাত বর্ষা, লেখক জোবায়ের রুবেল, কবি ফয়েজ ইবনে জাফর, জিতু হক।

বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা, বিশেষ অতিথি-কবি মাকিদ হায়দার,  কবি গোলাম কাদের, কবি আরিফ নজরুল।


Post a Comment

0 Comments