অভ্যন্তরীন প্রেম
খুব দূরে খুব করে বসে থাকে পোষা কুকুরমাছের কাঁটায় তখন বিড়ালের ঠোঁটে চোট
কোলাহলে মেতে পাতিহাঁসের ছানা- পোনা
সদর উঠোন জুড়ে হাসে সোনালী রোদেরা
ভাব করে হেঁটে যায় কোমল ভেষজ শরীর
টেরাচোখ ফেরানোটা বড় দায় হয়ে পড়ছে
আর
বারান্দায় বসে এক কোকিল বসন্তের ভোর
কামভাব ছলাকলায় পিনিক উঠায় জিহ্বায়
অথচ
উষ্ণ বৌ এর গায়ের গন্ধে মাতোয়ারা দুপুর
এই-সব প্রেমে পোয়াতি হয় বিকেলের গান
সু সন্ধ্যা লজ্জায় মুখ লুকায় প্রতিবেশী ঢেরায়
এখন নিবোর্ধ রাত সুরা পান করে পাহাড়ে উঠে
এমন কিছু কথা বলছি প্রতিনিয়ত
বন্ধু আমার মায়ায় জড়িয়ে থাকো... থাকো
এই হবে বন্ধু আমার পূর্নতা পুজো... প্রার্থনা
কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম আমার
আসো পড়াই পড়ি আমরা অর্ধেক জীবন
কসাই খানায় আঁকি অর্ধেক জীবন ছবি
কাল্পনিক অস্তিত্বের জন্যই অপেক্ষা করি
কথা ছিলো কোন একদিন...
পূর্নিমার আলো চুরি করবো
চুরি করবো ঘাসফুলের গন্ধ
কিছুই হলোনা কিচ্ছুতেই না
বাক্সবন্দি হয়ে মিউজিয়ামে গেলো পূর্নিমার আলো
ঘাসফুলের গন্ধ ছড়িয়ে পড়লো কারো কারো গায়ে
স্বভাবের নাথিং
কৃত্রিম প্রেমেদাগে দিবাগত রাত ভোর কলা
খুচরো আলাপে মেতে স্বজন
খুব করে জাগে জেগে আমি
প্রিয় সব সময়ের ঘোড়া...
তবুও তার স্বভাবের নাথিং
দূরে একদল চুতিয়া উপাস্যদের
এই হলো ভাব খুব প্রেম আমাদের সময় স্বজন
লোপাট সুখ
তবুও এই বেশ জীবন সাঁতার
কেটে টুকরো টুকরো করে নাও
সদর দরবারের বিনোদন প্লেটে
দেখো কত-শত কিশোরীর ক্ষত
তবুও এই বেশ যাপনের যাত্রা
কাটা গলায় শহরের দিকে তাকিয়ে
আমিও বলি এই শহরের নাগরিক
ততক্ষণে খবরের কাগজের ফুল
সুগন্ধী উপহার দিতে পারেনি
ফিরিয়ে আনতে ব্যর্থ হয় প্রিয়মুখ
অথচ, কারো কারো মুখে বুলি ফুটে
আই এম সো সরি, কী করবো?
ঘুমিয়ে পড়ে ভুল-বাল পলিসি
এখন সময়ের বাল ছেটে ফেলে
রাতভোর জাগো, জাগো কমরেড
জাগো মানুষের প্রেম, জাগো বাঙালি
অতঃপর
প্রতি প্রিয় বন্ধু আমার অপেক্ষা
বছরের পর বছর সচল রাখো প্রেম
সচল রাখো আমাদের এই প্রতিবাদ
সোশ্যাল ওয়ার্ক
রাত আর কতোই মমতা দেয় জড়িয়ে নেয় ঘুম
তবুও খুব করে ভালোবাসি তোকে- ভালোবাসি
স্তনের কুঁড়ি ফুটি ফুটি একটা ঘোর চুষে খাই
মায়ায় তোর কোমল ঠোঁটের স্মিত হাসি দেখি
গায়ে জড়িয়ে নেই গোলাপের সুগন্ধি কোলাহল
তুমিও খুব দেখো শরীরের আড়মোড়া মাতলামি
বিছানার চাদর বালিশও বুঝে নেয় যুগল চাহিদা
আহত ব্লাউজ ফেটে পড়ে বেড়িয়ে আসে ভোর
ডাষ্টবিনে পা বাড়ায় সোস্যাল ডেমোক্র্যাট ট্রেড
এখন
উঠো সোনা অনেক সকাল হলো অফিসে যাও
ভালো থেকো চুমু আসো ধরো বাজারের লিস্ট
0 Comments