আরফিনা’র দুটি কবিতা

Arfina's two poems






বা বা 

নিশীথ রাতের অনন্ত জিজ্ঞাসায়
অবাক করা ছন্দ যেন বাবা!
জমা মেঘে বৃষ্টি হলে,
ইচ্ছেরা মনের মধ্যে বাসা বাঁধে।
বাবা বলেন, বৃষ্টিতে ভিজে ভিজে
শান্তি সুখের স্মারক খুঁজে নাও।
কিংবা হৃদয়ের চিরকুট উড়িয়ে দাও
ভূখার দুঃসহ জ্বালা ধরা 
শিশুর আত'নাদে।

নীল আকাশ,সবুজ শস্যখেত, পাখির গান
আর নদীর কলতান যেন বাবা!
কিংবা নিঃশব্দ দুস্তর পথ,আরাধনা,
জলছবি,আর সম্পীতির বাতা'ও যেন বাবা!
শুধু এগুলিকেই সঙ্গে করে নতুন দিনের পথচলা,
শুধু বাবারই সাথে...





বে হু লা 

তখন সে বুঝলো, ভয় করে ভুল করেছে সে!
যেমন ঝড় এলেই,
সে লুকিয়ে পড়তো বন্ধ ঘরে।
আর জীবনের পদক্ষেপ ভুল হলে
সারাজীবন ধরে তার মাসুল গুনতে হয়!

পথ যখন দিশেহারা
নদীতেই ভেসে যাক জীবনের ভেলা। 



Post a Comment

0 Comments