আগামী ১৮ ও ১৯ জুলাই দুই দিনব্যাপী নওগাঁ সাহিত্য পরিষদের লেখক সম্মেলন

 

Naogaon Sahitya Parishad Writers Conference to be held for two days on July 18 an...


নওগাঁ প্রতিনিধি:


আগামী ১৮ ও ১৯ জুলাই নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী লেখক সম্মেলনে তাদের হাতে দেশ বরেণ্য শতাধীক কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে ‘কাহ্নপা সাহিত্য পদক’-২০২৫ তুলে দেওয়া হবে। যেখানে পদকের অর্থমূল্য, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয় প্রদান করা হবে।

এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়, মজিদ মাহমুদ একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক। তিনি বর্তমান সময়ে বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক হিসাবে বিবেচিত। তিনি ‘মাহফুজামঙ্গল’ 'আপেল কাহিনী সহ বেশ কিছু জনপ্রিয় কাব্যগ্রন্থের জন্য পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়। ইতোমধ্যে তার ২০টি কাব্যগ্রন্থ ২০টি প্রবন্ধ গ্রন্থসহ ৬০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রাপ্তির ঝুড়িতে রয়েছে জাতীয় প্রেসক্লাব পুরস্কার সহ ২০ এর অধিক পুরস্কার ও সম্মাননা।

নওগাঁ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আশরাফুল নয়ন জানান, চর্যাপদের অন্যতম কবি কাহ্নপা যিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে বসে চর্যাপদ রচনা করেছেন তার নামে পদকটি প্রবর্তিত করা হয়েছে। গত বছর কবিতায় কবি আমিনুল ইসলাম ও ছোটকাগজ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলালকে আমরা পদক প্রদান করেছি। তারই ধারাবাহিকতায় এবছরও দুইজনকে মনোনীত করা হয়েছে।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ বলেন, কাহ্নপা সাহিত্য পদকের মাধ্যমে বাংলা সাহিত্যে নওগাঁ তথা বরেন্দ্র অঞ্চলের যে অবদান বিশ্বময় তুলে ধরার চেষ্টা করছি। আশা করি সকলের সহযোগিতায় আগমীতে সেই চেষ্টা অব্যাহত থাকবে।

এবার নওগাঁ সাহিত্য পরিষদ প্রর্বতিত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৫’ পাচ্ছেন-কবিতায় কবি মজিদ মাহমুদ ও অনুবাদ সাহিত্যে খসরু চৌধুরী। মঙ্গলবার দুপুরে মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে মনোনীতদের নাম ঘোষণা দেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সম্পাদক অরিন্দম মাহমুদ ও সাধারণ সম্পাদক কবি আশরাফুল নয়ন।

অপরদিকে, খসরু চৌধুরী একজন প্রথিতযশা নিভৃতচারী অনুবাদক, হরর গল্পকার, ঔপন্যাসিক ও কবি। বিশ্বখ্যাত নানান গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ ও রূপান্তর করে বাংলা অনুবাদ সাহিত্যকে সমৃদ্ধ করছেন। বাঙালি সাহিত্য অনুরাগীদের মাঝে তাঁর অবদান অসামান্য। তার অনুবাদিত বিশ্ব সাহিত্যের বিখ্যাত অনেক গ্রন্থ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহায়ক গ্রন্থ হিসেবে পড়ানো হয়। বিশ্ববিখ্যাত গ্রন্থের অনুবাদ, কবিতা, উপন্যাস, গল্পসহ তার প্রকাশিত  গ্রন্থের সংখ্যা ২০১টি।

 

Post a Comment

0 Comments