বৃষ্টির দিনের কবিতা
শান্তা
পান্তা ভাতের পানি
তোমার স্বামীর চেয়ে দামী আমি
বলেছিলেন তোমার দাইমা ওরফে নানি
মাদি ছাগল উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসব করে বাচ্চা বিহানে
কাচ্চা-বাচ্চার মা হইতেছ তুমি নিরবে ঘনঘোর বর্ষার দিনে
জলছাতা; জলের কলস ভাঁঙ্গাভাঁঙ্গি শিল্প কাজ
কবিরাজের তাবিজ বালিশ ভিজায় রতিক্রিয়ায়
স্বপ্নমেদুর বৃষ্টির দিনে ভেসে যায় ভাসায়
ফুলশয্যার খাট, গাঙ্গের পানি মরা কাঁঠালে
ভাটার টানে জাল স্বপ্ন, স্বপ্নের জালে
দিনের খোয়াব নামায়
ভিজে
ভিজতে থাকে
ভিজাতে আসে আমাকে দয়াল তুমি সহায়।
সদে তেইমান
আমর্ম দ্বিপ্রাহরিক বেদনার জমিনে নীল জলোচ্ছ্বাসের শোক গাঁথা
রক্তের আদলে ভেসে যায় স্বৈরাচারীর ডায়েরী; নিষিক্ত সঙ্গমের
প্রতিটি রাতের প্রহরে স্বজনদের দীর্ঘশ্বাস আগুনে পুড়তে থাকে
সদে তেইমানে। রক্তের ঝর্নার বদলে বয়কট করি স্বৈরাচারীর
নীল দংশনের মৃত্যু মৃত্যু খেলা; বিদ্ধ হয় ডিস্কোর প্রেস নোট।
পাখি তুমি কোন জারুলের বনে রেখেছো পূর্বজন্মের কন্ঠের হার
পতনের উৎসে দাউদাউ শ্রেণী সংগ্ৰামে শ্লোগানের জিকিরে
জননীর চোখের অশ্রুর ভাঁজে ভাঁজে ফিরতেই হবে রক্তের দামে কেনা
গনতন্ত্র
ভাই হারা শত বোনের আর্তনাদ বাজে করুন বিউগলের সুরে
কিংবা ফেরারী জুলাইয়ে রক্তের অক্ষরে লেখা মায়াবী কেতাবে ।
শব্দ
কাপ দই, দই কাপ
সর্মাথক শব্দ কিংবা মিলনার্থক শব্দ বন্ধু
যেমন ফ্যাসিস্টের বিপরীত শব্দ সমন্বয়ক
শব্দ ধোঁয়া মোছা হচ্ছে
শব্দের বাথটাবে বিপরীত শব্দ জলকেলি করছে
অষ্টাদশীর শব্দ শরীর
জল থেকে জলযুদ্ধ
ভাঙ্গছে জনক শব্দ, শব্দ জনক
শব্দ মৌমাছি হয়ে হুল ফুটিয়ে দিচ্ছে
গিলে গিলে গলার্ধকরন করানো হচ্ছে শব্দ
বদহজম হচ্ছে শব্দ
শব্দয়ালের নাম মুখস্থ করছি
জননী দোয়া ইউনুস শব্দ মুখস্থ করাচ্ছেন আমাদের.....
করোসল
জীবাশ্ম বয়কট করে নিক্ষিপ্ত হয় কথার ধনুক
খোলা রাস্তায় চায়ের কাপে ধূলিঝড়
শৈশবের তাঁর ছিঁড়তে চাই পামরের বৈমাত্রেয় ভাইয়ের বাগধারা।
কাল পরিক্রমায় নাচে জন্মজয়ন্তীর মৃত্যুৎসব
ফেরিওয়ালা কাঁধে। মরিচিকার ধারাপাতের মধ্যে আষাঢ়ের ঘন বর্ষা
নামে ।
করোসল পাতার বেদান্তসার কালনেমি দৈত্য যবনিকার সহোদর আমার
ছোটাছুটি নাতি দীর্ঘ নদীর নির্জনতা নীরবে ভেঙ্গে জলে ভাঙ্গা
তীরের গজলে; নাইট কুইনের রাত্রির আত্মাহুতির নিসর্গনামা
খাঁন খাঁন করে জন্মদিনে বিলবোর্ডে ছেয়ে গেছে করুণ বিউগলের
সুর।
0 Comments