কাব্যশ্রী সাহিত্যপুরস্কার ২০২৫ ঘোষণা

 

Kavyashree Literary Award 2025 announced


পাবনার সাহিত্য সংগঠন কাব্যশ্রী লেখক চক্র ২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। সংগঠনটি এ বছর ৬ টি শাখায় "কাব্যশ্রী সাহিত্য পুরস্কার ২০২৫" প্রদান করছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন-

কবিতায় শিবলী মোকতাদির, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধ ও গবেষণায় ড. আলী রেজা, ছোটগল্পে কথা হাসনাত, শিশু সাহিত্যে মিতুল সাইফ, লিটলম্যাগ সম্পাদনায় 'সাম্প্রতিক' সম্পাদক আমিরুল বাশার। এ বছর আজীবন সাহিত্য সম্মাননা পাচ্ছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাংগঠনিক সম্মাননা পাচ্ছেন বেগম ফিরোজা খান।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে শিল্প সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করে আসছে। আগামী ১ আগস্ট ২০২৫, শুক্রবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী লেখক সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হবে।

Post a Comment

0 Comments