চারজন সাহিত্যিক পেলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার

 

Four writers receive BRAC Bank-Samakal Literary Award


গত শুক্রবার (৪ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২৩। এবার পেয়েছেন দেশের চারজন সাহিত্যিক।

চার ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন, আজীবন সম্মাননায় হাসনাত আবদুল হাই। আমিনুল ইসলাম ভুঁইয়া পেলেন প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদের জন্য সম্মাননা । তার সাহিত্য কর্ম প্লেটো প্রবেশিকা। কবিতা ও কথাসাহিত্যে পুরস্কার পেয়েছেন ধ্রুব এষ। ধ্রুবর সাহিত্য কর্ম- আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি এবং তরুণ সাহিত্যিক হিসেবে পুরস্কার পেয়েছেন উম্মে ফারহানা, তার সাহিত্যকর্ম ‘টক টু মি’ এর জন্য।

“যুক্তরাষ্ট্র বা লন্ডন থেকে চিন্তাভাবনা আসবে আর আমরা তাই চর্চা করবো, এমন চিন্তাভাবনা বাদ দিতে হবে। আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, সেখান থেকে আমাদের চিন্তা করতে হবে। আর সেই কাজটি করবেন আমাদের কবি, সাহিত্যিক ও চিন্তকরা।” অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আরও বলেন, “এ ধরনের পুরস্কার চিন্তকরা প্রেরণা পাবে।”

পুরস্কার প্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, এ প্রাপ্তিতে দেশের প্রতি আপনাদের দায়িত্ব বেড়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেলপাওয়ার পর লেখা বন্ধ করেননি, বরং আরও বেগবান হয়েছিল, চিন্তায় আরও প্রাজ্ঞ হয়েছিল।  যারা বলেন, আমাদের দেশে কিছু হবে না, এসব লেখকরা সেই সব মানুষের চৈতন্যোদয়ে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে হামীম গ্রুপের প্রতিষ্ঠাতা একে আজাদ পুরুষ্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। বলেন, 
সমকাল এই পুরুষ্কারের ধারাবাহিকতা বজায় রাখবে, এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগকে নিয়ে যাবে। এসময় সমকাল থেকে সাহিত্য চর্চা আরও বাড়ানোর উদ্যোগ নেয়ার কথা বলেন একে আজাদ।

পুরস্কার প্রাপ্তদের মধ্যে আজীবন সম্মাননা বিজয়ী পেয়েছেন পাঁচ লাখ টাকা। প্রবন্ধ, আত্মজীবনী ভ্রমণ ও অনুবাদ এবং কবিতা ও সাহিত্যে প্রত্যেকে দুই লাখ টাকা করে এবং তরুণ সাহিত্য পুরস্কার বিজয়ী পেয়েছেন এক লাখ টাকা। এ ছাড়া ক্রেস্ট ও সম্মাননা পান প্রত্যেকে।

 উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার বাংলাদেশের দৈনিক সমকাল পত্রিকার উদ্যোগে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর আর্থিক সমর্থনে ২০১১ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়। বাংলা ভাষার লেখক এবং সাহিত্যিকদের অনুপ্রাণিত করার জন্য তাদের উন্নত মানের সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়

 

Post a Comment

0 Comments