শিশির আজম এর ‘এইটা আমাদের ভালোবাসাবাসি’ ও অন্যান্য ৫টি কবিতা

Shishir Azam's 'This is our love affair' and 5 other poems

 

 

এইটা আমার লগে মশকরা হইলো না


আমি কবি বইলা আমারে তুমি পছন্দ করতে পারো নাই

আর এখন দেখতেছি

মঞ্চে

টিভিতে

কবিতা তুমি চিবায়া খাইতেছো

গিল্তেছো

আমার কবিতা

 

 

 

 

 

এইটা আমাদের ভালোবাসাবাসি

 

তাইলে তুই বলতে চাস যে আমার প্রতি তোর ফিলিংস নাই

তুই আমারে আর ভালোবাসোস না

আমিও তোরে ভালোবাসি না

বাসি না

বাসি না

বাসি না

কুত্তার মতো তোরে আমি আর ভালোবাসি না

 

 

 

 

জোয়ান

 

এখন সারা দুনিয়া তোমারে চেনে জো

জোয়ান

জোয়ান বায়েজ

হ সবাই তোমার বন্ধু সবাই তোমার লাইগা পাগল

 

যখন কিশোরী আছিলা

মেক্সিকান-স্কটিশ বংশদ্ভুত হালকা পাতলা গড়নের মিষ্টি একটা মাইয়া

যার কাছে বর্ণবাদ আর বৈষম্য অপরিচিত ছিল না

আর ছিলা ভার্জিন মেরি বা ম্যাডোনা রিফ্লেকশান

ছিলা তো

আর ছিলা টিচারদের প্রিয় ছাত্রী

 

কিন্তু গানের গলা তো তোমার ছিল আর গিটারের প্রতি মুগ্ধতা

একদিন সেইটা

সেইটা

তোমারে আজকের জোয়ান বায়েজ বানায়া দিলো

 

আমরা তোমারে ভালবাইসা ফেলছি জো

জোয়ান

জোয়ান স্যান্ডোস বায়েজ

জো জো চিৎকার করছি আর শ্বাস নিতেছি তোমার সুরে

তোমার সুর

পপ

পাবলিক

প্যাশনেট

চিলিতে ভিয়েতনামে বাংলাদেশে

হ্যা 'সং অব বাংলাদেশ' তো আমাদেরই গান

 

জানি তুমি নির্ভেজাল পলিটিকাল আর্টিস্ট কিন্তু আরও কিছু কথা তো

তোমার ছিল

সেইটা কি কখনও কেউ শুনতে চেয়েছে

কেউ

বব

মিচেল

জর্জ

কেউ

টিভিক্যামেরা আর মঞ্চের আড়ালে অথবা কড়া মেকাপের নিচে

বিষাক্ত ব্রণের মানচিত্রে

তোমার কথাগুলা শুনবার মতো একটু সময় কারো কি ছিল

 

 

 

 

ইয়াং ফুজিরে ইয়াং জাপানি পোলাপানগুলা দেখে নাই

 

গ্যালারিতে বেশ কয়েকটা জাপানি আকাশ

ঘুরায়ে ফিরায়ে দেখতেছিলাম

তুষারনিসর্গ

সাগর

আর ফুজি পর্বত

 

ইয়াং সব জাপানি পেইন্টার আর স্থাপত্যকলার পোলাপান

এদেরকে কীভাবে সামলাইতেছে

অরা তো আবার ফুজি পর্বত দেখে নাই

হ দেখছে

ঐটা

ঐগুলা

টোকিয়োর সুপারশপে জ্বলতেছে তো

 

 

 

 

আমাদের নির্দিষ্ট কক্ষপথ হইতে আমরা বিচ্যূত হইতেছি না কেন

 

চাই বা না চাই সেইটা তোয়াক্কা না কইরা

দিন শুরু হয়া যায়

দুপুর আসে

থানার বড়বাবু আসে

মহল্লার লোকজন আড়ালে ওনারে তোলাবাবু বইলাও ডাকে

কাকেদের থিকা তোলা আদায়ের হ্যাপাটা

উনিই সামলান কি না

ব্যাস্ত মানুষদের দম ফেলবার সুযোগ না দিয়া রাত আসে

গগাঁ বাড়িত নাই

অর আর্মচেয়ারে (বন্ধু ভিনসেন্টের দেয়া উপহার)

আমি খানিকটা কাইত হইছি

আমার ক্লান্ত লাগতেছে

আমার ঘুম পাইতেছে

কোত্থেকে এক সুন্দরী যুবতী নার্স আইসা

চেয়ারটায় একবার ঠ্যাস দিয়া ফুড়ুৎ কইরা উইড়া গেল

আবার

ফিরা আইলো

হ্যা চেয়ারটার আশেপাশেই অরে এখন আমি দেখতেছি

অর রংধনুময় আকাশ

অর সূর্যকেন্দ্রিক গ্রিক সিনড্রোম

আর

অর পাছাটারে

ওইটা

বাগান না হাসপাতাল কি বলবো

আমার তো মাথা ঘুর্তেছে

পেইন হইতেছে

 

---------------------------------------------------- 

শিশির আজম 

জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮

জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা : 

এলাংগী, কোটচাঁদপুর, ঝিনাইদহ -৭৩৩০

                     বাংলাদেশ

 

 

mail : shishir01978@gmail.com

 

বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা

 

কাব্যগ্রন্থসমূহ : 

ছাই (২০০৫)

দেয়ালে লেখা কবিতা (২০০৮)

রাস্তার জোনাকি (২০১৩)

ইবলিস (২০১৭)

চুপ (২০১৭)

মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)

মাতাহারি (২০২০)

টি পোয়েট্রি (২০২০)

সরকারি কবিতা (২০২১)

হংকঙের মেয়েরা (২০২২)

আগুন (২০২৪)

বিষ (২০২৪)

চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)

প্রবন্ধ :

কবির কুয়াশা (২০২৫)

 

Post a Comment

0 Comments