সুমন শাম্স এর কবিতা ‘ধনতন্ত্রের গর্দভ’

Suman Shams' poem 'The Donkey of Capitalism'


ধনতন্ত্রের গর্দভ  

 

দাঁড়িয়ে আছে উদ্যত খঞ্জর!

সামনেই ঘুরছে ভাঙা নিয়তির বায়োস্কোপ। 

একই দৃশ্য নিয়ে, ধনতন্ত্রের গর্দভ হয়ে। 

বায়োস্কোপের ভেতর এস এম সুলতানের কৃষক। 

তাদের পেশির ভেতর ফসলের সৌরভ। 

মজদুর আঙুলগুলো ধানের চারা। 

বারোমাস পোয়াতি হয় সেখানে ধান। 

লুটেরার হানা তাই তেরো পার্বন। 

কির কির শব্দে এখানেই পাশে বায়োস্কোপ জুড়ে 

ঘুরতে থাকে চিরচেনা ছবি- দাঁড়াশ সাপ, ইঁদুর, 

একটি পাখি ও ক্ষুধার্ত একজন মানুষ। 

খঞ্জরটি বিঁধবে কার বুকে? 

সাপের বুকে বিঁধলে ইঁদুর খেয়ে যাবে ধান। 

ইঁদুর বিদ্ধ হলে সব ধান খেয়ে যাবে পাখি। 

আর পাখি বিদ্ধ হলে? দরকার নেই এসব হিসেব নিকেশে। 

সব ল্যাঠা চুকে দিয়ে খঞ্জরটি বিদ্ধ করলো ক্ষুধার্ত মানুষটির বুক!

বায়োস্কোপ অবিরাম তবু চলতে থাকলো। 

মানুষ দেখতে থাকলো খাদ্য ও ক্ষুধার চিরন্তন খেলা। 




 

text Suman Shams' poem 'The Donkey of Capitalism'


Post a Comment

0 Comments