কবি ও লিটলম্যাগ ‘শব্দ’ সম্পাদক সরোজ দেব আর নেই
৬০’র দশকের
লিটলম্যাগ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি ও লিটলম্যাগ ‘শব্দ’ সম্পাদক সরোজ দেব আর নেই।
আজ (২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) দুপুরে গুরুতর অসুস্থ আবস্থায় নিজ বাসভবনে তিনি শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। (আমরা তার আত্মার শান্তি
কামনা করি।)
সরোজ দেব স্কুল
জীবন থেকে কবিতা লেখা শুরু করলেও তার কবিতার বই বেরিয়েছে অনেক পরে। তার রচিত
কাব্যগ্রন্থগুলো হচ্ছে, ধবল মেঘের দিনগুলো (২০০৬), অনন্ত রোদ্দুরে এসো (২০০৯),
স্বরচিত সুখের সৎকার (২০১০), স্বপ্ন শুয়েছিল কুয়াশায় (২০১১) ও সময় আমাকে হত্যার
কথা বলে গ্যাছে (২০১৩)। তার লেখার তুলনায় বইয়ের সংখ্যা অনেক কম।
কবি সরোজ দেব ১৯৪৮
সালের ২৬ মার্চ গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা প্রখ্যাত ধ্রুপদী
সঙ্গীত শিল্পী ওস্তাদ উপেন্দ্র নাথ দেব ও মা সান্তু দেব।
স্কুল জীবনেই সরোজ
দেবের কাব্যিক প্রতিভার উন্মেষ ঘটে। পরে কবিতা লেখার পাশাপাশি তিনি গাইবান্ধাসহ
উত্তরাঞ্চলে লিটল ম্যাগাজিন আন্দোলনের সূত্রপাত করেন। শুরু করেন ‘শব্দ’ সম্পাদনা।
কলেজ জীবন থেকেই ‘শব্দ’ সম্পাদক হিসেবে নাম অর্জন করেন তিনি। একটানা ৫৬ বছর ‘শব্দ’
প্রকাশিত হয়েছে। এছাড়াও স্বজন শব্দাবলী, প্রাণেশ্বরীর মাচান, বজ্রে বাজে বেণু, লাল
গোলাপের জন্য, শতদল, মোহনা, সংশপ্তক, শতাব্দী, নান্দনিক ইত্যাদি বিভিন্ন নামে দেড়
শতাধিক সাহিত্য পত্রিকা বা লিটলম্যাগ বিভিন্ন সময়ে সম্পাদনা করেছেন। ষাটের দশক
থেকে তার পদচারণায় মুখরিত ছিল গাইবান্ধার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন। গাইবান্ধার
সাংস্কৃতিক সংগঠন ‘সূর্যকণা’ তার হাতেই গড়া।
সরোজ দেব ১৯৬৯ সালে গাইবান্ধা কলেজ ছাত্র
সংসদের ম্যাগাজিন সেক্রেটারি নির্বাচিত হন। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার সরোজ দেব
দেশমাতৃকার শৃঙ্খল মুক্তির জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ
করেন। বিজয়ী হয়ে ফিরে এসে তিনি ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে
ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনেও গড়েছেন একাধিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
1 Comments
Sarojdar Proti Shokh O Sroddha.
ReplyDelete