আগামী শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খি. রোজ শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শতাধিক লেখক-পাঠকের মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে পাঠকমেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি, কথাসাহিত্যিক ও প্রভাষক নজরুল ইসলাম মুকুল। এ মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক লতিফ জোয়ার্দার এবং প্রধান অতিথি হিসেবে থাকছেন কবি, নজরুল গবেষক ও সাবেক সচিব আমিনুল ইসলাম। উক্ত পাঠকমেলায় আমন্ত্রণ জানানো হয়েছে দেশবরেণ্য শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক ও প্রকাশকদের।
পাঠকমেলায় থাকবে শিশু-কিশোরদের
জন্য চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, লেখকদের অংশগ্রহনে আলোচনা ও কবিতা পাঠ। পাঠক সম্মাননা-২০২৫। রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহনে- রাজনীতির কবিতা ও কবিতার রাজনীতি নিয়ে আলোচনা অনুষ্ঠান। এছাড়াও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল সংগীত পরিবেষনা। ৯টা থেকে রাত্রি ১০টা অব্দি, বিভিন্ন পর্বে নির্ধারিত হলুদের
উচ্ছ্বাসে মাতোয়ারা বসন্ত বাউড়ীর শুভক্ষণে মুলাডুলি, ঈশ্বরদী, পাবনা মুক্তমঞ্চে এই
পাঠকমেলার নামে এ অভূতপূর্ব মিলনমেলার আয়োজন করা হয়েছে।
পাঠকমেলা বাস্তবায়ন
কমিটি-২০২৫ সাধারণ সম্পাদক সৈয়দ চঞ্চল
মাহমুদ জানান বাংলাদেশে এই প্রথম এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
0 Comments