রিপন বর্মন এর ‘অভিমানের পারদে শীত’ অন্যান্য ৫টি কবিতা

 

Ripon Barman's 'The Winter in the Parachute of Pride' Other 5 Poems


একবার ভালোবাসি বলো

 

কি নাম ধরে ডাকবো বল-

ফুল,

পাখি,

পাহাড় না

সমুদ্র...

 

একবার ভালোবাসি বলো...

 

তারপর,

 

তারপর, এক শব্দে

সব নামের গন্ধ পাবে দেখোৃ

 

 

 

ভালোবাসার সৌন্দর্য

 

এত অল্প করেই যদি বলতে হয়,

তবে বলেই দিই—

আমি তোমায় ভালোবাসি, প্রিয়।

 

এর চেয়ে অল্প,

এর চেয়ে সত্য,

এর চেয়ে বেশি মাহাত্ম্য

আমার জীবনে আর দ্বিতীয়টি নেই।

 


 

‘ভালোবাসা’ শব্দটির মাঝে শুধু তুমি

 

এতাবৎ দুনিয়ায় আমার মতো কে আছে, বলো 

যে তোমার বুকে মাথা রেখে, না বলা সব কথা 

শুনে নিতে পারে! 

চোখ দেখে বোঝে নিতে পারে 

নদীর পার ভাঙার আর্তনাদ! 

 

এতাবৎ দুনিয়ায় আমার মতো কে আছে, বলো; 

যে কিনা তোমার সব দুঃখ 

ছেলেমানুষি নিজের করে নিতে প্রস্তুত! 

 

এতাবৎ দুনিয়ায় আমার মতো কে আছে, 

যে তোমার নামে রাত্রি জাগে, 

রোদের আদরে শুরু করে দিন, 

বৃষ্টিতে হয় কদম কেয়া 

শরতে কাশফুল... 

 

এতাবৎ দুনিয়ায় আমার মতো কে আছে, বলো; 

যে তোমায় আমার মতো এতোটা ভালোবাসে

 

 

 

অভিমানের পারদে শীত

 

তোমার কাছে

শীতের কিছুটা সকালের আবদার করতেই

তুমি দু'হাতে দিয়েছ কুয়াশার ঘোর অন্ধকার,

কনকনে বাতাস,

পাতাশূন্য গাছে দুঃখ

আর সর্দি-জ্বরের মতো অসম্ভব মৃত্যু-যন্ত্রণা!

 

তোমার কাছে

শীতের সকালের ছবিতে জড়িয়ে ধরার ঔষধ নেই,

খেজুরের রসে নেই মাথা তোলার শক্তি,

নেই ভেসলিনে আদর!

 

আমার চাওয়াতে তোমার কাছে

শীত এখন শ্রীহীন সন্ন্যাসী গান—

পাতার চোখে মৃত্যু-সুখ মাটির দূরত্বে...

 


 

কেন এতো দ্বিধায় পুড়ি

 

এই যে হঠাৎ হঠাৎ মন খারাপ হয়!

তোমাকে বলব বলব করেও 

ঠিকঠাক শব্দের অভাবে বলে উঠতে পারি না।

 

সারাক্ষণ কেমন জানি অস্বস্তি অস্বস্তি লাগে,

ঘরে থাকলে বাহিরে যেতে মন চায়;

বাহিরে গেলে ঘরে ফেরার অজানা তাড়া।

সমুদ্রে গেলে পাহাড়ের কথা মনে হয়,

পাহাড়ে গেলে বুকের মধ্যে সমুদ্রের জল উথলে উঠে...

এ কেমন হলো আমার!

 

একা থাকলে বড্ড অসহায় অসহায় লাগে,

আর লোকসমাগমে নিধারুণ অস্বস্তি...

এ আমার কেন হয় ইদানীং, তা 

তোমায় খোলসা করে বলতে গিয়েও বলতে পারি না!

 

আগে তো কত সহজ ছিল জীবন,

তবে এখন কেন এত এলোমেলে?

কেন এত দ্বিধায় পুড়ি সারাক্ষণ...



Post a Comment

1 Comments

  1. কবি রিপন বর্মন অনেক ভালোবাসা নিয়ে কবিতা লিখেন। কবিতায় প্রাণ ফিরে পাওয়া যায়

    ReplyDelete