রোকসানা রহমান এর ‘সেখানে মৃত্য নেই’ অন্যান্য তিনটি কবিতা

Roksana Rahman 'There is no death' and three other poems



ছায়াময় ক্যাবিকতা


মেঘে ঢাকা দিনগুলো শূন্যে পালে, ভেসে গ্যাছে।
আশার রাত্রি খুঁজেনি আবেগী
স্বপ্নের রৌদ্রের উষ্ণ ওম।
কেবলই আষাঢ়ের খেয়াঘাটে
প্রহর কেটেছে হয়তো একদিন
সেই ছায়াবৃত্ত পথহারা ঝরা মল্লিকা বনে কুড়িয়ে নেবে কি
সময়ের দেয়াল ভেঙে আত্মার
আয়নার ভেতর শূন্য সেই ঝরা ফুল তুলে 
সাজাবে অর্ঘ্যের থালায় অসাপ্ত পূজার  বেদি।
এও, এক জীবনের কেবলই কল্পিত বাসনা।
অস্থির বাতাসে আবেগী স্রোত
ভেসে যায়, কুরে কুরে খায় সময়।
তবু  কোন এক দিগন্তে মেঘ শূন্যতায় বন্দি হয়ে কেন খুঁজে
মহাশূন্যের মায়াবী ঘাটে আনিন্দ্য স্পর্শ...!? 
তবুও মন কেঁপে উঠে সময়ের
দীঘল পথ পাড়ি দিতে দিতে, হঠাৎ যদি ফের হারায় পথ,
তবু জেগে থাকবে স্মৃতিময় ক্ষণিকের সেই
ছায়াময় সন্ধ্যার আচমকা শব্দের  ক্যাবিকতার শব্দাবলি...!
১৯/১১/২০২৪




সেখানে মৃত্য নেই

তোমার বেদনাহত হৃদয়ের না পাবার
যত গ্লানি,দুঃখ কষ্টকে পরিপূর্ণতায় ভরিয়ে
চলে যাবো স্বর্গের উদ্যানে।
তুমি থাকবে প্রার্থনারত তসবীর দানায়
জপে যাবে নাম।
তোমার চোখ কাঁদবে যখন আমার ছায়া
এসে মুছে দিবে জল।
তারপর স্বর্গের ঝর্না ধারায় বয়ে যাবে
জলের ধ্বনি
সেই ধ্বনির মাকামে আমিই ডেকে নিয়ে
যাবো জন্মজন্মান্তরের তোমাকে
সেখানে মৃত্যু নেই, অপবাদ, অভিযোগ, হিংসা, কামনা নেই,
থাকবে কেবলই ভালোবাসার অপার্থিব  অমরতা।

০২/১১/২০




ওম

আমি স্বপ্ন দেখি ঘুমের ভেতর ওষ্ঠে সুখময় চাঁদ।
এলোচুলে অপরূপ আলোর মালায় জড়াতেই
আমার হৃদয় শোনে গান। 
 আশ্চর্য এক সুখ পাখি নোঙর ফেলেছে পালে
যেনো বিশ্বভ্রমনে এসেছে
শুষে নিচ্ছে নৈঃশ্বদ্যের ওম
হে রাত্রি, সেকি আমার নির্ঘুম শরীরে আলোর
স্নানে সচেতন ঝড় তুলতে এসেছে
বিধ্বস্ত কোন নগরী হতে 

০২/০৪/২০২২

Post a Comment

0 Comments