আসিফ আলতাফ এর ‘একজন ফুটপাত’ ও অন্যান্য পাঁচটি কবিতা

Asif Altaf's 'A Sidewalk' and Five Other Poems

 

 

অফ সিজনের overcoat   

 

অফসিজনে আপনার কাছে আমি মূল্যহীন 

ভালোবাসা তো দূরের কথা 

ফিরেও তাকান না আমার দিকে 

 

আমাদের দেখা হলে আপনার দৃষ্টি ৮০ ডিগ্রি 

এ্যাংগেলে U-turn নেয়

 

খুব অচেনা কেউ যেন হেঁটে যায়

 

আমি আপনাকে একটুও চিনি না 

 

ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম 

সর্বত্র আপনার হাহাকার অনুপস্থিতি

ফেসবুক থেকেও আপনি লাপাত্তা 

আমাকে ব্লক করে রাখেন নিশ্চয় 

 

আমি অফসিজনের একটি overcoat 

Season ছাড়া আপনার কাছে 

 খুব valueless.

 

 

 

 

 

আপনি আশি গ্রাম offset  paper

 

আপনি বিনাশ করেছেন স্মৃতি

তাই পোকায় খেয়েছে আপনার চিঠির 

বহুরূপী শব্দ সমূহ 

 

নকল প্রসাধনী দিয়ে বেশি দিন সুন্দরী খেতাব ধরে রাখা যায় না 

কেননা তারা ত্বকের সাথে বিট্রে করে

তাই অচিরেই বেড়িয়ে পড়ে original রূপ

 

আপনার লাভলেটারগুলো নকল প্রসাধনী 

আমি জানার আগে পোকারা তা 

জেনে গিয়েছিল 

 

তাই সব সিকিউরিটিকে বুড়ো আংগুল দেখিয়ে

আপনার নকল আবেগসমূহ সবংশে বিনাশ করেছে সত্যবাদী পোকারা 

 

আপনি এবং আপনার Love letter তাই 

এখন কেবলই আশি গ্রাম বসুন্ধরা  offset  paper.

 

 

 

 

 

কৃতদাসের ভালোবাসতে নেই

 

আপনি চলে যান

আপনাকে ডাকার জন্য ক্ষমা প্রার্থী 

 

বিশ্বাস করুন  আপনাকে এতটুকু 

কষ্ট দিতে চাইনি 

 

আপনিই বলুন– কাউকে কি দেখেছেন

ধারালো ছুরি দিয়ে নিজের হৃৎপিণ্ড কাটতে 

 

আপনাকে না ফিরিয়ে আমার কিইবা 

 করার আছে 

 

আপনাকে নিয়ে কোথায় বসবো বলুন 

 জমি জিরাত  বেহাত হয়ে গেছে 

 

 বাতাসে প্রতিহিংসার পলিউশন 

 আকাশে কালো মেঘের ঘন আড্ডা 

সব হারিয়ে উদ্বাস্তু হয়ে গেছি

 

আমি আজ কৃতদাস

আর কৃতদাসের ভালোবাসতে নেই ।

 

 

 

 

 

একজন ফুটপাত

 

একজন ফুটপাত শুয়ে থাকে বুক পেতে

সম্বোধনে সম্ভ্রান্ত শব্দ না রাখলেও 

সে কখনো মাইন্ড করবে না জানি

 

জন্মেই দখল হয়ে যায় তার বুক

অবৈধ আস্তানা খেয়ে ফেলে  অস্তিত্ব 

তাকে  খামচে ধরে থাকে ফাস্টফুডের 

বিপণীবিতান 

আর পকেট ভারী হয় অন্যকারো

 

আমজনতার বুকে জগদ্দল পাথর হয়ে

 বসে থাকে হার্মাদ নেতা সমূহ 

পাল পাল নেতা পাতি নেতা 

 

জনগণ ফুটপাত 

দখলদারিত্বের কাছে তাকে বিক্রি করে দেয়

দরদী নেতারা 

 

অথচ, জনগণই সকল ক্ষমতার উৎস – 

এমন বিভ্রান্ত বক্তব্য শুনে হাততালি দেয় বোকা পাবলিক।

 

 

 

 

উড়ে যায় কতিপয় কান্না

 

উড়ে যায় কতিপয় কান্না 

মুমুর্ষু মেঘ 

ডানাওয়ালা জল

 

বাতাসের সাথে চলতি পথে তার পরকিয়া 

দু মিনিটেই প্রেম 

বোঝা পরা 

স্বপ্নের সুবাসিত গল্প

 

মিলনের ঘ্রাণ মিলিয়ে যাবার আগেই 

ব্রেকাপ

বিচ্ছেদ

এবং হত্যাকান্ডের মতো মর্মান্তিক মেলোডি 

 

কান্নার নিথর দেহ ফিরে আসে 

পৃথিবীতে 

 

ফিনিক্স পাখির মতো আবার সে 

শরীর ফিরে পায়

দু:খের সরোবর টইটুম্বর জল

স্বচ্ছ ও লবনাক্ত 

সরোবরে আরেক নাম আসিফ আলতাফ।

 

 

 

 

 

*

আসিফ আলতাফ 

অধ্যক্ষ 

আলহাজ্ব সারোয়ার খান কলেজ 

সেনহাটী, খুলনা -৯২২২ 

Post a Comment

0 Comments