কবি অরুণ চক্রবর্তী ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা আর নেই

 

Poet Arun Chakraborty, the creator of 'Lal Pahari Desh Ja', is no more


কবি অরুণ চক্রবর্তী (৮০) ‘লাল পাহাড়ির দেশে যা’-এর স্রষ্টা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়িতে মারা যান তিনি।

শুক্রবার দিবাগত রাতে ভারতের পশ্চিম বাংলার হুগলি জেলার চুঁচুড়ার ফার্ম সাইড রোডের ‘সোনাঝুরি’ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী বলেছেন, করোনার পর থেকেই তার ফুসফুসে সমস্যা ছিল। তবে শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি। শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন। সেখান থেকেই কিছুটা ঠাণ্ডা লেগেছিল তার।

জানা গেছে, শ্যামপুকুর ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে তার। তবে তার আগে অরুণ চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হবে রবীন্দ্র ভবনের মুক্তমঞ্চে। সেখানে তার অনুরাগীরা এসেই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাকে।

উল্লেখ্য, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ চক্রবর্তী। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। সঙ্গে লেখালেখিও করতেন। তাকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’। ওই কবিতা পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও অরুণ চক্রবর্তীর পরিচিতি তৈরি করে দেয় এই গান। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ চক্রবর্তী। ঘুরতেন পাহাড়, জঙ্গল এবং আদিবাসী এলাকায়। ‘লাল পাহাড়ের’ সুরেই অমর হয়ে থাকবেন কবি।

১৯৯০ সাল থেকে চুঁচুড়ায় থাকতেন তিনি। পেশায় তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তবে একসময় সরকারি কর্মকর্তা অরুণ কুমার চক্রবর্তী পুরোদস্তুর কবি। লিখতে, পড়তে ও বলতে ভালোবাসতেন তিনি। চাকরির পাশাপাশি চলেছে তার কলমও। লিখেছেন বহু কবিতা। অরুণ চক্রবর্তীর জন্ম ১৯৪৬ সালের ১৬ সেপ্টেম্বর কলকাতার বাগবাজারে।

Post a Comment

0 Comments