সাহিত্যের অন্যতম বড় সম্মাননা ‘অনন্যা সাহিত্য পুরস্কার’।
অনন্যা সাহিত্য পুরস্কার হল অনন্যা কর্তৃক পুরস্কার। বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে
অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়।
এবারে কবিতা ও কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা
সাহিত্য পুরস্কার-১৪৩১’ পাচ্ছেন নুসরাত নুসিন ও নূরে জান্নাত। শনিবার (২৩ নভেম্বর)
১০টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার তুলে
দেওয়া হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘অনন্যা’ সম্পাদক তাসমিমা হোসেনের
সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও কথাসাহিত্যিক ঝর্না রহমান এবং কথাসাহিত্যিক
হামীম কামরুল হক।
‘সুলতার কোকিল উড়ে যায়’ কাব্যগ্রন্থের জন্য কবিতায় পুরস্কার
পাচ্ছেন কবি নুসরাত নুসিন। তিনি দিনাজপুরের পার্বতীপুরে ১৯৯০ সালের ২১ নভেম্বর জন্মগ্রহণ
করেন। পড়াশোনাসূত্রে এক দশকেরও বেশি সময় রাজশাহীতে বসবাস করেছেন। গ্রামে বেড়ে ওঠার
কারণে নিম্নবিত্ত জীবন ও প্রকৃতির সান্নিধ্য তাকে কবিতা লিখতে প্রথম প্রভাবিত করে।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এমফিল গবেষক হিসেবে কর্মরত রয়েছেন।
পেশাগত জীবনে ঢাকা আর্ট কলেজে সাহিত্যের শিক্ষক।
‘পথেরও পথ নেই’ ছোটগল্প সংকলনের জন্য কথাসাহিত্যে সম্মাননা
পাচ্ছেন নূরে জান্নাত। তিনি সিরাজগঞ্জ জেলার ধীতপুর কানু গ্রামে ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর
জন্ম গ্রহণ করেন। হতদরিদ্র পরিবারে জন্ম নিয়েও নিজে পাখি, ফুল, প্রজাপতি, ফড়িং, নদী-পাহাড়
এমনকি সমুদ্র ও সূর্য হওয়ার স্বপ্ন দেখেছেন। কল্প-সৃজন ভেলায় ভেসে ভেসে কথাসাহিত্যের
প্রবহমান নদীতে প্রবেশ করেন নূরে জান্নাত।
উল্লেখ্য, এ পর্যন্ত যারা এই পুরস্কার পেয়েছেন, তারা হলেন—সেলিনা
হোসেন, রিজিয়া রহমান, ড. নীলিমা ইব্রাহিম, দিলারা হাশেম, রাবেয়া খাতুন, ড. সন্জীদা
খাতুন, শহিদ জননী জাহানারা ইমাম (মরণোত্তর), নূরজাহান বেগম, রাজিয়া খান, রুবী রহমান,
পূরবী বসু, আনোয়ারা সৈয়দ হক, মকবুলা মনজুর, ঝর্ণাদাশ পুরকায়স্থ, সালেহা চৌধুরী, নূরজাহান
বোস, মালেকা বেগম, কাজী রোজী, ড. নিয়াজ জামান, জাহানারা নওশিন, সোনিয়া নিশাত আমিন,
বেগম মুশতারি শফী, বেগম আকতার কামাল, আকিমুন রহমান, নাদিরা মজুমদার, ঝর্না রহমান, রঞ্জনা
বিশ্বাস, শাহনাজ মুন্নী ও আফরোজা পারভীন।
বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার
প্রবর্তন করা হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর কৃতী নারী-সাহিত্যিক
অথবা সাহিত্য-গবেষককে এ পুরস্কার প্রদান করা হয়।
0 Comments