এইচ আলিম এর দুটি কবিতা

Two poems by H. Alim


সাদা শাড়ী কালো ছাই


চির চেনা এই শহরে

অনেক কিছুই তো কেনাবেচা হয়।

কারা যেন মহাব্যস্ত, আর

ধুমধামে সদাইপাতি করে।

আচ্ছা, সভ্য নামের ওই সমাজের

কোন বাজারে কষ্ট বা সুখ বিক্রি হয়?

শুদ্ধ নাগরিকরা ভিন্ন ক্রেতা সেজেছে আজ

আমারো তো কিছু জমে আছে

আমারো তো কিছু বিক্রি করার ইচ্ছে জাগে

দাম বা বিক্রির তালিকা যদি না হয়

বিনিময়ও কি হবে না !

হলে, এক এক করে শর্তহীন হৃদয়’র

সমস্ত সুখ দিয়ে দেব

সমস্ত কষ্ট দিয়ে দেব

যা ছিল আমার

তার সব হবে তোমার এবং তোমাদের।

সব ফুরালে, তার কাছে চেয়ে নেব

আগুনে পোড়া সাদা শাড়ীর কালো ছাই।






জলপথের পথিক


একদিন তোমাকে দক্ষিণের

টিপের কথা বলেছিলাম বলে

তুমি লাল রঙের টিপ পড়ে এলে।

লাল টিপ পড়লে আমার সূর্যের কথা মনে হয়।

বারবার যেন জ¦লে উঠি তার উমুক ক্রোধে,

বনে আগুন জ¦ললে ভেতরে পুড়ে যাওয়া

কঙ্কালের কয়লা দেখি। কি উত্তাপ তার।

তাপিত কয়লায় সব হেরে যায় আমার,

সকালের নাস্তা, দুপরের ভাত, রাতের রুটি

সব হারিয়ে যায়, শুন্য বলে কিছুই থাকে না।

তথাপি তুমি কালো শাড়িতে লাল টিপ দিলে।


আমার শোকের বিষয় জেনে তুমিও মুচকি হাসো

তুমিও হাসতে হাসতে নতুন আয়নাতে দেখ

কলমিফুলের পড়ে থাকা পাপঁড়ি।

সব ভুলে যাও কি করে,

সব মুছে দাও কি করে,

হৃদয় পটে আঁকা ছবিও

মুছতে পারবে কী দামী টিস্যুতে?

এবার ফিরে যাও লাল টিপের কালো শাড়িতে

আমি কেবল জলপথের পথিক... জলবিহীন হাঁটি।


Post a Comment

0 Comments