বগুড়ায় তিন কবির কবিতাসন্ধ্যা

Poetry evening of three poets in Bogra


বগুড়া তিনকবির কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। তিন কবি হলেন কবি কামরুল হাসান, কবি এমরান কবির ও কবি তিথি আফরোজ। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় স্থানীয় ম্যাক্স মোটেলে বগুড়া লেখক চক্রের আয়োজনে তিনজন কবি ১০টি করে কবিতা পাঠ করেন। কবিতা পাঠের আগে সংগঠনের পক্ষ থেকে কবিদের ফুল এবং উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জাকির হোসেনসহ অতিথিরা। সভাপত্বি করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি- প্রাবন্ধিক খৈয়াম কাদের, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এম রহমান সাগর। 

বাচিকশিল্পী অলোক পাল ও কবি সিকতা কাজলের সঞ্চালনায় কবিতাসন্ধ্যায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, এ্যাড. পলাশ খন্দকার এবং গোলাম সাকলায়েন বিটুল, ইয়‚্যথ কয়্যায়ের সভাপতি আতিকুর রহমান মিঠু, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মাজেদুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সংস্কৃতজন মির্জা আহসানুল হক দুলাল প্রমুখ। কবিতাসন্ধ্যায় কবি এমরান কবিরের গল্পগ্রন্থ ‘বৃষ্টি ও নাকফুলের গল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইটি বগুড়ায় পড়–য়াসহ দেশের স্বনামধন্য লাইব্রেরি ও অনলাইন মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-বগুড়া লেখক চক্রের আয়োজনে এই কবিতাসন্ধ্যায় থাকতে পেরে আমি আনন্দিত। আমি একজন ডাক্তার। ’ডাক্তাররা মানুষের শরীরের অসুখের চিকিৎসা করেন, আর কবিরা মনের রোগের ডাক্তার। সুস্থ শরীরের জন্য শুধু শারীরিকভাবে সুস্থ থাকলেই হবে না, মানসিকভাবে সুস্থ থাকা জরুরি। কবিরা সেই কাজটি গুরুত্ব সহকারে করে যাচ্ছেন।’

Post a Comment

0 Comments