ফাতেমা ইয়াসমিন এর কবিতা


এইতো সেদিন বর্ষার কদম তলে 


এইতো সেদিন বর্ষার প্রথম দিনে

কদমতলে বসে ছিলে পাশে 

তুমি একগুচ্ছ কদম নিয়ে এসে সামনে দাঁড়ালে।


তোমার পিঠে মাথা রেখে 

মেঘগুলো উড়তে দেখেছিলাম।

আকাশের এপ্রান্ত থেকে ওই প্রান্তে

ঘনকালো মেঘ গুলো জড়োসড়ো হয়েÑ 


মেঘগুলো ঝমঝমিয়ে বৃষ্টির রূপ ধারণ করলোÑ 

আমরা একসাথে ভিজেছিলাম,

জড়োসড়ো হয়ে কদমের তলে

এক চিলতে মাটিতে দুজনের পা। 


আজ বর্ষা এসেছে, কদমও ফুটেছে 

মেঘ নেই, বৃষ্টিও নেই


তুমি আছো দূরে।

আমিও বেশ খানিকটা দূরে।


তোমার বিরহে দিন আজ কাটে জানালায়।


কদমতলার ফাঁকা জায়গাটা

তোমাকে, আমাকে খোঁজে।










Post a Comment

0 Comments