বিশ্ববিদ্যালয় -দুই
আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়তাম, তখন গ্রামসুদ্ধ মানুষ স্বপ্ন দেখতো।
এখন তোমরা বিশ্ববিদ্যালয় পড়ো, গোটা দেশ দু:স্বপ্ন দেখে-
একটা দল কিভাবে ঘাড়ের উপ্রে বসে আলুপোড়া খেয়ে যাচ্ছে।
বে-নজির
এই দেশে সৎ লোকের কোন ভাত নেই।
বেনজিরের সততার জন্য শুদ্ধাচার পদক
আছে।
ঈদ
প্রতিবছর ঈদ আসে যায় বউকে কিছু কিনে দিতে পারিনা।
ঈদের দিন বউয়ের মুখ বেজার দেখে হাওয়ার ভেতর ফড়িং
কাঁপছিলো।
কিছুকিছু ফড়িং আমার রুমে সিলিং ফ্যানের পাখায় এসে
নীরবে আত্মহনন করে যায়।
0 Comments