কাব্যশ্রী’র দ্বিতীয় লেখক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

Kabyosree's second writers' conference-2024 was held


গত ৩১ মে ২০২৪ পাবনায় ‘কাব্যশ্রী লেখক চক্র’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনব্যাপী ‘দ্বিতীয় কাব্যশ্রী  লেখক সম্মেলন -২০২৪’ পাবনা জেলা পরিষদ (রশিদ হল)  মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘কবির কবিতায় মুখরিত উৎসব’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠান  উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। অনুষ্ঠানের ১ম পর্বের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদুজ্জামান মিতুল ইব্রাহীম ও শেষ পর্বে সভাপতিত্ব করেন ‘কাব্যশ্রী লেখক সম্মেলন’ উদযাপন কমিটির আহ্বায়ক রেহানা সুলতানা শিল্পী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মর্জিনা আলম।

বিভিন্ন পর্বে সম্মানিত অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এর  বিভাগীয় প্রধান বাংলা (অব.)  প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান,  কথাসাহিত্যিক মামুন হুসাইন, কবি, কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসান, কথাসাহিত্যিক সৈকত আরেফিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলার বিভাগের অধ্যাপক উদয় শংকর বিশ্বাস, পাবনা জেলা কালচারাল অফিসার, মারুফা মঞ্জরী খান সৌমি, কবি, গবেষক শামীম নওরোজ, কবি, চিকিৎসক সরওয়ার জাহান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হাসানুজ্জামান, কবি, গল্পকার সুমন শামস, কবি, ছড়াকার দেওয়ান বাদল, কবি, গবেষক মনছুর আলম, কবি, সংগঠক ইসলাম রফিক, কবি, সম্পাদক ও প্রকাশক অচিন্ত্য চয়ন, কবি. গীতিকার এনামুল হক টগর, কবি, সম্পাদক প্রত্যয় হামিদ,  কবি ও প্রকাশক মঈন ফারুক, কবি, গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি মাহমুদ হোসেন পিন্টু, কবি এস এম সাথী বেগম, আটঘরিয়া মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বাবুল আখতার ও কবি, সংগঠক আশরাফ খান।

কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি কথা হাসনাত, কবি তাপস চক্রবর্তী, কবি সাকিল মাহমুদ, কবি নজরুল ইসলাম মুকুল, কবি যাহিদ সুবহান, কবি সাইফ আব্দুর রাজ্জাক, কবি মমতাজ রোজ কলি,  কবি শেখ আব্দুস সাত্তার, কবি আশরাফুল ইসলাম, কবি সালেহা ইমতিয়াজ, কবি ফয়েজ আহমেদ, কবি ফারহানা ম্যাম, কবি শফিউল্লাহ, কবি শাকিবুল শাকিল, কবি সাবিনা ইয়াসমিন, কবি এস. এম.এ হাফিজ, কবি সাইদা আখতার কল্পনা, কবি বায়েজিদ চাষা, কবি মোহাম্মদ আলী, কবি মো. আব্দুল গোফফার, কবি মরিয়ম বেলারুশী, কবি শামীমা সীমা, কবি অশ্রু সাগর আনোয়ার, কবি রাকিবুল ইসলাম রাতুল, কবি হাবিদুল ইসলাম, কবি সাহিদা সাথী প্রমূখ। 

অনুষ্ঠান শেষে এ বছর সাহিত্যের বিভিন্ন শাখায় ৬ জনকে ‘কাব্যশ্রী সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রদান করা হয়। লতিফ জোয়ার্দার (কবিতা), সুমন শিকদার (ছোটকাগজ), আনিফ রুবেদ (ছোটগল্প), বঙ্গ রাখাল (প্রবন্ধ ও গবেষণা), যাযাবর জিয়া (কথাসাহিত্যে), লাভলী ইমদাদ (আজীবন সম্মননা)।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও বাচিকশিল্পী সালেক শিবলু।

Post a Comment

0 Comments