অদ্য ২৭ জুন ২০২৪ পাবনা প্রেসক্লাব মিলানায়তনে শিল্প ভাবনার ছোটকাগজ সবুজস্বর্গ ও শীতলপাটি আয়োজিত ‘বন্দে আলী স্মরণ পরিষদের ৪০ বছর পূর্তি ও কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী’ পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মজিদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মোহাম্মদ কামরুজ্জামান, স্বাগত বক্তব্য দেন কবি লতিফ জোয়ার্দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও যুগান্তর পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, মাছরাঙা টেলিভিশন উত্তরাঞ্চালীয় বুরোচীফ উৎপল মির্জা, কবি ও চিকিৎসক সরওয়ার জাহান ফয়েজ।
এছাড়াও কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও কবিতাপাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আবু দাইন, পাবনা সাহিত্য ও বির্তক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম, কবি ও সংগঠক মানিক মজুমদার, কবি আদ্যনাথ ঘোষ, কবি বেগম ফিরোজা খান, কবি এনামুল হক টগর, ছড়াকার দেওয়ান বাদল, কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি ও সংগঠক আলমগীর কবির হৃদয়, কবি ও সম্পাদক সীমান্ত সেতু, কবি জনাতিক মাটি, বাচিকশিল্পী মো. আব্দুল্লাহ আল মামুন, কবি বিজুরী ইসলাম, কবি শামীমা সীমা, কবি মোহাম্মদ আলী, কবি সাইদা আখতার কল্পনা, কবি ও গবেষক বঙ্গ রাখাল, কবি নজরুল ইসলাম মুকুল, বাচিকশিল্পী সুমাইয়া আঁখি, কবি মো. শফিউল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও বাচিকশিল্পী সৈয়দা জহুরা ইরা। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেছেন শীতলপাটি সম্পাদক ও সংগঠক রেহানা সুলতানা শিল্পী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি বন্দে আলী মিয়ার এক ছেলে তার পিতাকে নিয়ে এ ধরনের আয়োজন দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি কবি মজিদ মাহমুদকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আয়োজন কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
0 Comments