পাবনায় কবি বন্দে আলী মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

45th death anniversary of poet Bande Ali Mia is observed in Pabna


অদ্য ২৭ জুন ২০২৪ পাবনা প্রেসক্লাব মিলানায়তনে শিল্প ভাবনার ছোটকাগজ সবুজস্বর্গ ও শীতলপাটি আয়োজিত ‘বন্দে আলী স্মরণ পরিষদের ৪০ বছর পূর্তি ও কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী’ পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মজিদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মোহাম্মদ কামরুজ্জামান, স্বাগত বক্তব্য দেন কবি লতিফ জোয়ার্দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও যুগান্তর পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার,  মাছরাঙা টেলিভিশন উত্তরাঞ্চালীয় বুরোচীফ উৎপল মির্জা,  কবি ও চিকিৎসক সরওয়ার জাহান ফয়েজ।

এছাড়াও কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও কবিতাপাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আবু দাইন, পাবনা সাহিত্য ও বির্তক ক্লাবের সভাপতি  ড. মনছুর আলম, কবি ও সংগঠক মানিক মজুমদার, কবি আদ্যনাথ ঘোষ, কবি বেগম ফিরোজা খান, কবি এনামুল হক টগর, ছড়াকার দেওয়ান বাদল,  কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী,  কবি ও সংগঠক আলমগীর কবির হৃদয়,  কবি ও সম্পাদক সীমান্ত সেতু, কবি জনাতিক মাটি, বাচিকশিল্পী মো. আব্দুল্লাহ আল মামুন, কবি বিজুরী ইসলাম, কবি শামীমা সীমা,  কবি মোহাম্মদ আলী, কবি সাইদা আখতার কল্পনা, কবি ও গবেষক বঙ্গ রাখাল, কবি নজরুল ইসলাম মুকুল, বাচিকশিল্পী সুমাইয়া আঁখি, কবি মো. শফিউল্লাহ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও বাচিকশিল্পী সৈয়দা জহুরা ইরা।  অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেছেন শীতলপাটি সম্পাদক ও সংগঠক রেহানা সুলতানা শিল্পী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি বন্দে আলী মিয়ার এক ছেলে তার পিতাকে নিয়ে এ ধরনের আয়োজন দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি কবি মজিদ মাহমুদকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আয়োজন কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments