শেরপুর সাহিত্য চক্রের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন

Rabindra-Nazrul birth anniversary celebration organized by Sherpur Sahitya Chakra


‘শেরপুর সাহিত্য চক্র’ এর ৬১৬তম পাক্ষিক অধিবেশন আজ ২৪ মে ২০২৪ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩.৩০ টায় সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনির সভাপতিত্বে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ এ অনুষ্ঠিত হয়। বিশেষ আলোচনা, গান, কবিতা, ছড়া পাঠের মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

‘রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা’ বিষয়ে আলোচনা করেন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজেের উপাধ্যক্ষ, বিশিষ্ট লোকসাহিত্য গবেষক, সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর ড. বেলাল হোসেন। ‘নজরুল কাব্যে মানবতাবাদ’ বিষয়ে আলোচনা করেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট সাহিত্যিক, সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য, ডা. আমিরুল হোসেন চৌধুরী। 

স্বরচিত লেখা পাঠ করেন- মো. আজিজুল হক, সাহেব মাহমুদ, মীর এনামুল হক, মো. আব্দুস সামাদ, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, আব্দুল জুব্বার, মো. বি এম হাফিজুর রহমান, মামুন চৌধুরী, মো. আব্দুল বারী, মো. ফেরদৌস জামান খোকন, সুব্রত কুমার সেন, কৌশল ভট্টাচার্য বিজয়, মো. আল-আমিন সরকার, মোছা. জয়নব খাতুন ও রাকিবুল হাসান।

রবীন্দ্রনাথ ও নজরুলের গান পরিবেশন করেন, স্বর্ণা সাহা ও সাম্য সরকার। তবলায় সহযোগিতা করেন, মিল্লাত চৌধুরী।

উপস্থিত ছিলেন- খন্দকার মাহবুবুর রহমান রাংগা, অধ্যক্ষ ডা. মিজানুর রহমান, মুজাহিদুল ইসলাম, মো. গোলাম রসুল, মো. আমিনুল ইসলাম, মো. আবু সাঈদ ফকির, বিমান কুমার মৈত্রেয়, মুহম্মদ সাইফুল ইসলাম, নিরঞ্জন সরকার, মীর দেলোয়ার হোসেন, সুজন চন্দ্র সাহা, ববিতা সরকার ও রনজিৎ কুমার।

সমালোচনার দায়িত্ব পালন করেন, অমরকৃষ্ণ পাল নাণ্টু। 

সঞ্চালনার দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।

Post a Comment

0 Comments