পাবনার সাহিত্য সংগঠন কাব্যশ্রী লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। সংগঠনটি এ বছর ৫টি শাখায় ‘কাব্যশ্রী সাহিত্য পুরস্কার ২০২৪’ এবং একজনকে আজীবন সম্মাননা প্রাদান করছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন-
কবিতায় লতিফ জোয়ার্দার, ছোটগল্পে আনিফ রুবেদ, প্রবন্ধ গবেষণায় বঙ্গ রাখাল, কথাসাহিত্যে যাযাবর জিয়া, ছোটকাগজ সম্পাদনায় ‘বেগবতী’ সম্পাদক সুমন শিকদার। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন কবি লাভলী ইমদাদ।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে শিল্প সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করে আসছে। আগামী ৩১ মে ২০২৪, পাবনা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী লেখক সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হবে।
0 Comments