সিরাজগঞ্জে গত শুক্রবার (২৬ এপ্রিল ২০২৪) প্রসূন সাহিত্য সংসদের উদ্যোগে পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেনস্থ কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন বিজয় সৌধ চত্বরে প্রসূন সাহিত্য সংসদের সভাপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল-এর সভাপতিত্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ব্যতিক্রম এই বইমেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের প্রথিতযশা লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছোটকাগজ প্রসূন-এর ৪র্থ সংখ্যা মোড়ক উন্মোচন করেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী। বইমেলার মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবি ড. তারেক রেজা।
আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে অংশ নেন প্রসূন থিয়েটারের সভাপতি এড. মাহবুবে খোদা টুটুল, আবেগ পাঠচক্র, সিরাজগঞ্জের সভাপতি কবি-কথাসাহিত্যিক এস. এম. এ. হাফিজ, কবি শ.ম শহিদুল ইসলাম, প্রসূন সাহিত্য সংসদের সাবেক সভাপতি শফিক সেলিম, জেমকন পুরষ্কার প্রাপ্ত কবি হাসনাইন হীরা, বগুড়া থেকে আসা পেন বাংলাদেশ পুরষ্কার প্রাপ্ত কবি ও বামিহাল সম্পাদক রনি বর্মন, রাজশাহী থেকে আসা কবি সমতোষ রায়, নাটোর থেকে আসা কবি ও সম্পাদক আহমেদ টিকু, পাবনা থেকে আসা কবি শফিক লিটন, লোককবি গঞ্জের আলী, আবেগ পাঠচক্র সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক আশরাফ খান, বাথান সম্পাদক মেহেদী হাসান, বাচিক শিল্পী জনি আহমেদ প্রমুখ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে বিকাল ৩ টায় শুরু হয়ে রাত ১০ পর্যন্ত চলা মেলায় সিরাজগঞ্জের ৭৩ জন সাহিত্যিকের বই ও সম্পাদিত ছোটকাগজ প্রদর্শন ও বিক্রয় করা হয়। রাতে গান ও একক নাটক গল্পকথার ৪২ তম প্রদর্শনীর মাধ্যমে মেলার সমাপ্তি গোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রসূন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি ও সম্পাদক সাকিব শাকিল এবং যুগ্ম সম্পাদক কবি ইয়ার খান।
0 Comments