১.
প্রেমের চোখে চোখ রাখি
এত মায়া,এত এত মায়া
নিজেকে লুকোই কোথায়?
২.
তুমি না থাকলে বসন্ত বৃথা যেত
তুমি আছো বলেই
সবকিছু আলো হয়ে আছে
৩.
তোমাকে দেখার পর থেকে
বদলে গেছে পৃথিবীর সব
পুরোনো পথের রেখা
৪.
শব্দজালে এঁকে রাখি তোমার শরীর
হয়ত সশরীরে এসে ধরা দেবে
কোনো একদিন
৫.
পথ বদলে গেলেও
প্রেম ঠিক থেকে যাবে একই
পুরোনো ঠিকানায়
৬.
দূর থেকে ভেসে আসে গান
মনে রেখো
এ গানে একদিন আমিও ছিলাম
৭.
ঠোঁটের কোলাজে
আঁকা আছে জীবনের পথ
শুধু তুমি ছুঁয়ে দেখো একবার
৮.
তুমি ছুঁয়ে দিলেই
সব আগুন
সব আগুন জল
৯.
তোমাকে ছাড়া শূন্য লাগে
তুমি একথা আজও বিশ্বাস করো না
0 Comments