ফারহানা শারমিন এর কবিতা

Poetry by Farhana Sharmin



আকাশ ছোঁয়ার অপেক্ষায়


পাতা ঝরে ঝরে 

কখনো গাছ নুয়ে পড়ে মাটিতে, 

ঠাঁই হয় বাঁকা হয়ে দাঁড়িয়ে। 

তারপর, আকাশ থেকে বৃষ্টি পড়ে পড়ে, 

গাছ যেন জীবন ফিরে পায় আপন আলোয়ে। 

আবারও মাথা তুলে দাঁড়িয়ে 

আকাশ ছোঁয়ার অপেক্ষায়,

চারপাশে উড়ে যাওয়া পাখিদের কলতানে

মুগ্ধ হয়, নিজ উঠোনে ফুল ঝরায়, 

ফুলের সুবাস ছড়ায়। 


মনুষ্যজীবন কি এমন সুযোগ পায়? 

একবার নুয়ে পড়ে গিয়ে, 

আবার কি উঠে দাঁড়ায়?  

দাঁড়াতে কি পারে নিজের শেকড়ে?  

নাকি অন্যের বোঝা বয়ে বয়ে আরও, 

আরও বেশি নুয়ে পড়ে মাটিতে, 

নিজেকে ধুলোয় মেশায়! 



নদীও বিশ্বাস ঘাতক হয়ে যায়


নির্জন নদীও বিশ্বাসঘাতক 

হয়ে যায় অবলীলায়,

কিশোর-কিশোরী, তরুণ-যুবা ধরে ধরে 

নিঃশব্দে নিয়ে যায় জলের অতলে, 

দিশা পেতে পেতে নিঃশেষ!  


ভালোবাসা ঠিক এমনই কিছু-  

যদি টের পেতে তবে কি আর নদীর জলে নামতে,

ভ্রমণ করতে, ঢেউয়ের তালে গান ধরতে? 

ধরতে না বুঝলে, ধরতে না! 





আদিমতম সময়ের দিকে


পৌষ গেলো, মাঘ গেলো 

উত্তুরে ফাল্গুনী হাওয়া শীত এনে দেয় তবু। 

চড়ুই শালিকের মেলা শহরে কদাচিৎ

যদি গাছ পায়, গাছের পাতায় পাতায় লুকিয়ে থাকে। 

উঁকি দেয়, উঁকি দিয়ে দেখে যান্ত্রিকতা  

যেটাতে তারা অভ্যস্ত হতে চায়, 

কিন্তু মনে বড় ভয়, সংশয়- 

এই বুঝি গাছ কেটে কেটে 

কংক্রিটের দেয়াল বানায়!

 

শহরের কোলাহলে বড্ড ভয় তাদের  

তবুও তারা শহরের আনাচে-কানাচে, 

গাছের পাতায়, ডালে পাখা ঝাঁপটিয়ে 

ভোর দেখায়, কিচিরমিচির করে উঠে, 

শহুরে গাড়ির হর্ণ ছাপিয়ে । 

রাস্তার পাশে ধুলোবালি মাখা সবুজ গাছ,

ধূসর মলিন, দাঁড়িয়ে আছে এক পায়ে। 

কবে যে বৃষ্টি আসবে, ধুলোবালি ধুয়ে যাবে, 

সেই অপেক্ষায়, অবিরত আকাশের বুকে উঁকি দেয়! 


এই পৃথিবী শুধু সভ্যতার বুলি আউড়ে, 

মানুষের মাঝে অসভ্যতার বাস বুনে যায়। 

আদিম থেকে সভ্য হয়ে আবারও 

আদিমতম সময়ের দিকে ধাবিত হয়! 

হায়!  শহুরে উত্তরে হাওয়া!  


Post a Comment

1 Comments

  1. চমৎকার কবিতা @ফারহানা শারমিন

    ReplyDelete