বামিহাল অনলাইন ঈদ সংখায় লেখা আহবান

Bamihal Online Eid Sankha Writing Invitation


বামিহাল অনলাইন ঈদ আয়োজনে লেখা পাঠানোর নিয়ম

‘বামিহাল’ বাংলাদেশ থেকে প্রকাশিত (সূক্ষ্ম চিন্তার খসড়া) ব্লগজিন ও ছোটকাগজ। শিল্প-সাহিত্য, রাষ্ট্র, সমাজ, বিজ্ঞান ও দর্শন বিষয়ক লেখা এখানে প্রকাশ যোগ্য। বামিহালে চিত্রকলা, চলচ্চিত্র, নাট্যকলা, আলোকচিত্র, ভাস্কর্য, সংগীত, রাষ্ট্র, দর্শন, সমাজ, ইতিহাস ও বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ পাঠাতে পারেন। পাঠাতে পারেন বই, লিটলম্যাগ, মিডিয়া, ওয়েবজিন নিয়ে আলোচনা ও সমালোচনাও। এছাড়া কবিতা, গল্প, মুক্তগদ্য, উপন্যাস, ভ্রমণ গদ্য, ফোকলোর ও সাহিত্য বিষয়ক প্রবন্ধও পাঠানো যাবে।

** ইউনিকোড, অভ্র কিংবা সুতন্নি এমজে ফন্টে ওয়ার্ড ফাইলে কিংবা মেইলের বডিতে লেখা পাঠাতে হবে। আমাদের লেখা পাঠানোর ইমেইল : roniburmon@gmail.com

** মেইলের সাবজেক্টের ঘরে লেখার বিষয় ও ঈদ সংখ্যা উল্লেখ করতে হবে। লেখার সঙ্গে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি, এক কপি ছবি এবং যোগাযোগের সুবিধার্থে ফেসবুক আইডির (যদি থাকে) লিংক দেওয়া বাঞ্ছনীয়। কবিতা পাঠালে অবশ্যই তিন থেকে পাঁচটি কবিতা ও ফটোগ্রাফি পাঠালে পাঁচ-সাতটি ছবি দিতে হবে। ছবির নাম ও ছবি ভাবনা সংযুক্ত করতে হবে।

** অপ্রকাশিত লেখা প্রকাশের জন্য অগ্রাধিকার পাবে। অনলাইনে প্রকাশিত নয় এমন পুরাতন লেখাও পাঠাতে পারবেন।

** সব ধরণের লেখায় শব্দসংখ্যা অনির্দিষ্ট।

** একজন লেখকের কাছে শুদ্ধ বানান এবং সঠিক বাক্যের লেখা  বামিহাল প্রত্যাশা করে।

** বামিহাল মুক্তচিন্তা ও প্রগতিশীল মূল্যবোধে বিশ্বাসী। এর পরিপন্থী উগ্র মৌলবাদী দর্শনের লেখক ও লেখা এখানে অপ্রকাশযোগ্য

Post a Comment

0 Comments