জোর করে জমিন দখল করা যায়, মন নয়
কারো সাথে করা তুলনা আমার কি অভিমান?
যে চাঁদ আলো দেয় না তারও কি গায়ে সয় সূর্যের তুলনা?
নিস্বার্থ ভালোবাসা বুঝি ডিমের ভিতরের প্রাণবন্ত কীট !
দিঘীর জল আজ মনে হয় বালুকাময় মরিচীকা
চোখ থেকে প্রেম ঝরে পরে— ঠোঁটের হাসিই কি আনন্দ?
না কি তুলনা করি, নরী একটা লাভ চিহ্ন ছেলেটা বিষ্ময়!
কুকুরের মতো পরে থাকি, ধূর্ত শিয়াল মন খেয়ে নেয়
মূর্খের পৃথিবীতে জ্ঞানীরা পচা লাশ—!
তারারা ঢলে পরে কুরআনের পাতায়, মিথ্যা চলে মস্তকে
আর কতটা নাস্তিক হলে সুখী হবো বলো?
এই শিব, এই মুহাম্মাদ, এই দিঘী, এই রাজপ্রাসাদ
কার সাথে কার তুলনা দিবে তুমি?
এই রাস্তার পাসে ওই পথ ধরে ওপাড়ায় থাকে আমার দুগ্ধগাভী।
অনেক দুধ দেয়, দেয়না শুধু প্রেম, ভাগ হয়ে গেছে ভালোবাসা
তখনই ঘটে মিথ্যা প্রেমলিলায় মন উইলের নোংরা খেলা।
কাউকে মাটি চাপা দিয়ে কারো বেড়ে ওঠা
তবে, আমি বুঝে গেছি—
জোর করে জমিন দখল করা যায়, মন নয়!
0 Comments