নওগাঁয় কাহ্নপা পদক প্রদান ও দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত

A two-day writer's conference was held in Naogaon to award the Kahnpa Padak





নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে কাহ্নপা পদক ২০২৪ প্রদানের মাধ্যমে শেষ হল দুই দিনব্যাপী লেখক সম্মেলন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিক, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.এ কে এম ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খ্যাতনাম অনুবাদক খসরু চৌধুরী, কথাসাহিত্যিক রবিউল করিম,  বরেন্দ্র ফরিদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, 
বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফকুদ্দৌল্লা রাব্বী, তথ্য অফিসার তানিয়া খন্দকার প্রমূখ।

বক্তব্য প্রদান শেষে কবিতায় কবি আমিনুল ইসলাম এবং সম্পাদনায় ছোটকাগজ ‘দাগ’ সম্পাদক মিজানুর রহমান বেলালকে কাহ্নপা সাহিত্য পদক প্রদান করা হয়।  চর্যাপদের কবি কাহ্নপার নামানুসারে পদকটির নামকরণ করা হয়েছে। এর আগে পদক প্রাপ্ত দুজনের জীবনী পাঠ করা হয়।

উল্লেখ্য ৮ মার্চ শুক্রবার দুই দিনব্যাপী  লেখক সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। সম্মেলনে সারাদেশের দুই শতাধিক কবি- লেখক অংশ গ্রহন করেন।
 

Post a Comment

0 Comments