বইমেলায় আনিফ রুবেদ এর নতুন উপন্যাস ‘কালকাঠুরে’

‘কালকাঠুরে’ সম্পর্কে লেখক-

মাধবীর দেখা বিশ্বরূপ দেখা নিয়েই ‘কালকাঠুরে’ উপন্যাস।


সাংঘাতিক অসুখ আর ভাংগাতিক শরীর নিয়ে শ্রীদাম ভাবছিল, জলহারা নদী নদী নয়, বলহারা মানুষ মানুষ নয়। ভাবছিল, মানুষের দেহজ্যামিতি নষ্ট হলে, মানুষ আর মানুষ থাকে না।

আরতি ভাবছিল, কীভাবে কীভাবে আমি ঘরিণী থেকে হরিণী হয়ে গেলাম! কীভাবে কীভাবে আমি ঘরগোশ থেকে খরগোশ হয়ে গেলাম!

মাধবী নতুন বর্ণমালা আবিষ্কার করেছে।
মাধবী ভাবছে, সে বিশ্বরূপ দেখে ফেলেছে; বিশ্বের বিষ্যরূপ দেখে ফেলেছে, বিশ্বের নিঃস্ব-রূপ দেখে ফেলেছে। বিশ্বের শস্যরূপ দেখতে পায়নি।

শ্রীদামের দেহজ্যামিতি; আরতির ঘরগোশ থেকে খরগোশ হওয়া; মাধবীর নতুন বর্ণমালা আর তার দেখা বিশ্বরূপ দেখা নিয়েই ‘কালকাঠুরে’ উপন্যাস।

#আনিফ রুবেদ




Anif Rubed's new novel 'Kalakathure' at the book fair



‘কালকাঠুরে’ সম্পর্কে পাঠক-

‘কালকাঠুরে’ বোধিবৃক্ষের এক বিশাল ছায়াতল


পৃথিবীর মানুষেরা বিষাদগ্রস্ত। কোনো না কোনোভাবে মানুষ দুঃখী। মানুষের জন্মের কাল ব্যথাময়। মানুষের মৃত্যুকালও করুণ। তাহলে পৃথিবী কী বিষাদাধার! বিষাদবিন্দু থেকে পৃথিবীর জন্ম? সময় হলো মানুষের হৃৎপিণ্ড থেকে ঝরে যাওয়া রক্ত। সময় গলে যায়, মানুষের রক্ত ঝরে যায়। “মানুষ খুব অসহায় প্রাণী এবং নির্বুদ্ধও”, গাছেরা ফিসফিস করে আমাকে বলেছিলো। পৃথিবীতে চলছে মারণ পর্ব ও মরণ পর্ব। একদল মারছে, অন্যদল মরছে। কেউ চিৎকার দিচ্ছে ব্যথায়, কেউ বা সোল্লাসে। চিৎকার হচ্ছে খুব, শীৎকারও হচ্ছে খুব। যেহেতু মানুুষের জন্মকাল, যাপনকাল ও মৃত্যুকাল ব্যথাময় এবং বিষাদময়, তাই ধরে নিচ্ছি পৃথিবী যুগপৎ বেদনায় চিৎকার দিয়েছিল। বিন্দু বিন্দু বিষাদ থেকে জন্ম নিচ্ছে সিন্ধু সিন্ধু বিষোদগার। আমরা মানুষেরা এই বিষাদসিন্ধুতে সাঁতার কাটছি, কেউ দিচ্ছে "কালনিদ্রায় সাঁতার"। এবং সময় আমাদের নিয়ে যাচ্ছে মহা মহাবোধ ব্যথাতুর কালবেলায়।

কবি ও কথাসাহিত্যিক আনিফ রুবেদ বর্তমান সময়ে যাঁরা প্রকৃত জ্ঞানচর্চা করেন, চিরায়ত সাহিত্য চর্চা করেন এবং অসাম্প্রদায়িক চেতনা লালন করেন তাঁদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার মনোলোভা কথামালা দ্বারা। তার চিন্তা ও দর্শন কবিতা ও গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে নিবিড় পরিচর্যায়। এবারের অমর একুশে বইমেলায় তার নতুন উপন্যাস ‘কালকাঠুরে’ প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশন্স থেকে। এ উপন্যাস বোধিবৃক্ষের এক বিশাল ছায়াতল। যার পাতায় পাতায় বিষণ্ন সবুজ ক্লোরোফিল। বইটি সংগ্রহ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

#ইহান আরভিন

Post a Comment

0 Comments