শব্দচিতা
শব্দের সৃজনে, ছন্দে, বিষাদে, অভিমানে,
অভিশাপের অলঙ্কারে ক্ষত বিক্ষত আজ,
পূর্বরাগের খড়-কুটো দিয়ে,
সাজিয়ে নিচ্ছি আমার চিতা।
হাজারো শব্দবাণের আঘাতে,
দগদগে হয়ে ওঠে গোপন ক্ষত।
সাধ হয় আবারও ইচ্ছে ডানায়
ভর করে উড়ে যেতে সেই স্বপ্নের
পাহাড়ী গ্রামে। সেই স্বপ্নের কুঁড়ে ঘরে।
শেষবারের মতো আগুনের আলিঙ্গনে
পুড়ে যাক যত ইচ্ছে, অভিশাপ,অপবাদ।
চিতার আগুনে মুছে যাক শেষ দাগ টুকু।
আগুন তার শিখায় লিখে দিক আকাশে, স্বহা ..
জ্বলে যেতে যেতে তবু একটা হাত খুঁজে,
তুলে দিতে চাইবো আমার শেষ ছাইটুকু।
আর বলে যাবো আমার শেষ
প্রেমিকের নাম ছিলো আগুন।
0 Comments