ধারাবিবরণ
আমি বেঁচে বেঁচে
তোমার বিহৃদয় দেহের
মাগফেরাত কামনা করে থাকি
পলকা
আরও ০১টা সকাল আসছে
আবারও টেনে নিতে হবে
বেঁচে থাকার বস্তাটা।
০১টাই সকাল
কাঁধে এত এত টন
সমগ্র জীবন!
অথচ
এক একটা মানুষ
এক একটা কবরের কাঁচামাল,
এরা এক একজন নিজেদের
কারখানা ভেবে সুখ পেয়ে থাকে!
শূন্য শুক্রবার
কেউ চলে গেছে,
এই দুঃখে আর
এলিজি লিখি না
পৃথিবীই তো
আমার আয়ুর এলিজি।
বিধুর
গোলাপের ভিতর বেশুমার বিউগল বাজে
সামান্য সুবাস তাকে ঢেকে রাখে
একমাত্র আমি সেই ব্লাড পার্লারের রাস্তা চিনি
সরো
আমাকে জায়গা দাও
পথ আটকে
শুধু শুধু জারি থেকে
প্রেমের আলোয় আর কত নষ্ট করা
স্তনের রক্তাক্ত অমাবস্যা!
0 Comments