পিয়াস মজিদ এর পাঁচ কবিতা

Five poems of Piyas Majid



 ধারাবিবরণ


আমি বেঁচে বেঁচে

তোমার বিহৃদয় দেহের 

মাগফেরাত কামনা করে থাকি




পলকা


আরও ০১টা সকাল আসছে

আবারও টেনে নিতে হবে

বেঁচে থাকার বস্তাটা।


০১টাই সকাল

কাঁধে এত এত টন

সমগ্র জীবন!




অথচ


এক একটা মানুষ

এক একটা কবরের কাঁচামাল,

এরা এক একজন নিজেদের 

কারখানা ভেবে সুখ পেয়ে থাকে!




শূন্য শুক্রবার


কেউ চলে গেছে,


এই দুঃখে আর 

এলিজি লিখি না


পৃথিবীই তো 

আমার আয়ুর এলিজি।





বিধুর


গোলাপের ভিতর বেশুমার বিউগল বাজে

সামান্য সুবাস তাকে ঢেকে রাখে


একমাত্র আমি সেই ব্লাড পার্লারের রাস্তা চিনি


সরো

আমাকে জায়গা দাও


পথ আটকে

শুধু শুধু জারি থেকে 

প্রেমের আলোয় আর কত নষ্ট করা

স্তনের রক্তাক্ত অমাবস্যা!





Five poems of Piyas Majid

Five poems of Piyas Majid




Post a Comment

0 Comments