একদিন আচানক
প্রথমে এক একটি মানুষের একটি খোলা আকাশ থাকে
তারপর
একদিন আচানক
একটি আধখোলা জানালা দিয়ে চলে যায়।
এক একটি নদী থাকে
আমাদের মনে,
তারপর তা শুকিয়ে যায়,
বালুচর জেগে উঠে
নিরিবিলি স্রোতগুলো হারায়,
হারায় তুমার ও আমার থেকে।
ভালোবাসা একটি ভ্রমণ
ভালোবাসা একটি ভ্রমণ, একটি ভেঙ্গে পড়া বাড়ি যেখানে বাতাস এসে ছড়িয়ে গেছে, একরাশ স্রোতের মতো ভেতর টাকে উড়িয়ে নিয়ে যায়। একটি সাদা ফুল ভাসতে থাকে বাতাসে—কালো আকাশের নীচে।
একটি বিছানায়, আমরা শান্ত এবং নীরব ভাবে শুয়ে আছি জানালায় দেখি একটি ঘোড়া উঁচু পাহাড়ে দৌড়ায় যেনো জীবনের দিকে অদিকে ফিরে আসছে। একটি স্বপ্নে আমি কিছুই দেখতে পাচ্ছি না..
আমি, তুমি, তুমি- আমি বা শুধু আমি আর হাঁটছি না সেই সব চারিপাশ দিয়ে। পার হচ্ছে এইসব দিন অযথা। যেই সকাল ফুটে থাকে আকাশে, সে নয়, একটা অন্ধকার সকাল আজ ছেয়ে আছে আকাশে আকাশে। একটা বিপন্ন ঘড়ির কাটার মতো ঘুরে ঘুরে নষ্ট হয়ে গেছে আমার বোধ। আকাশ, প্রবল হাওয়া, ধান, আরো হয়ত কিছু বা অনেক, মনে পড়ে না কিছুই। তুমি, আমি আজ অধিকার বোধে কয়েক ইঞ্চির মোবাইল স্ক্রিনে বন্দী। অথবা শুধু আমি। তুমি মে বি ফুটে থাকা রাত, নক্ষত্রের রাতের নীচে হেটে যাচ্ছো, বা বসেও থাকতে পারো। আমি শুধু তা ভাবতে পারি। আবার আমি হারিয়ে যাচ্ছি বিপন্ন কাটার মতো, কোনো এক বিষাক্ত কক্ষপথে, যা আমার না।
0 Comments