মুস্তফা হাবীব এর কবিতা~অবিশ্বাস্য নয়

 

Mustafa Habib's poetry is incredible



অবিশ্বাস্য নয়



এইতো সেদিনের কথা, 
গোলাপ কখনও লাল, নীল, সাদা ছিল না
গোলাপই ছিল, গোলাপ ঘ্রাণের ঐতিহ্য ছিল ;
আর এখন চাহিবামাত্র গোলাপ তার রঙ বদলায়।

 বাউলের বিচরণ একতারা হাতে নদীর কিনারে 
নির্মোহ নাট্যকর্মীরা ব্যস্ত নাটক নিয়ে মঞ্চে , 
কবিরা নিবিড় স্বপ্ন সাধনায় রচনা করে ভিন্নপথ, 
 একে একে নিঃশেষে ঢলে পড়ে সন্ধ্যার কোলে।

এখন দেখতে পাচ্ছি বিপুল উন্নয়ন! 
বাউলেরা আউলা কেশে পৌঁছে যায় সোনাপুর
রাজ দরবারে গিয়ে উল্লসিত ঠাট্টা তামাশায়,
নাট্যজনেরা হয়ে যায় নাবিক, আমলা কামলা।
কবিরা রাজপূজারী হয়ে লুফে নেয় দামী শিরোপা।

এখন আর অবিশ্বাস্য কিছু নেই, 
আমার কবিতাপ্রেমিরাও একদিন বিভ্রম ভাবনায়
 কবিতা ছেড়ে হারাবে গদ্যের গভীর অরণ্যে, 
মসনদ লাউলতার মতো ঢলে হারাবে অস্তিত্ব;
নতুন ঘটনায় সব পুরাতনের হবে অনিবার্য  মৃত্যু।

--------------------------



মুস্তফা হাবীব এর কবিতা~অবিশ্বাস্য নয়


Post a Comment

0 Comments